ad720-90

শত ধরনের র‌্যানসমওয়্যার নিয়ে তদন্তে এফবিআই


মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে তদন্তাধীন শত ধরনের র‌্যানসমওয়্যার সম্পর্কে বলেন, এগুলোর মধ্যে অনেকগুলোরই গোড়া রাশিয়ায়।

শুক্রবার প্রকািশত ওই সাক্ষাৎকারে রে নির্দিষ্ট করে রাশিয়া সম্পর্কে বলেন, দেশটি অনেকগুলো পরিচিত র‌্যানসমওয়্যারেরই উৎপত্তিস্থল।

রে আরও বলেন, এই ক্ষতিকর শত সফটওয়্যারের ধরনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক র‌্যানসমওয়্যার হামলার জন্য দায়ী।

এদিকে, শুক্রবারই ক্রেমলিন বলেছে, রাশিয়া র‌্যানসমওয়্যারের স্বর্গরাজ্য, এফবিআই প্রধানের এমন মন্তব্য “আবেগনির্ভর”।

এক সাইবার আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় মাংস প্যাকিজেং প্রতিষ্ঠান ‘জেবিএস এসএ’-এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরপরই এফবিআই প্রধানের এমন মন্তব্য এলো। হোয়াইট হাউস ওই আক্রমণের জন্য রাশিয়াভিত্তিক হ্যাকার দলকে দায়ী করেছে।

গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানী তেল সরবরাহে সর্ববৃহৎ প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইনে এক র‌্যানসমওয়্যার আক্রমণে কয়েকদিনের জন্য মার্কিন পূর্ব উপকুলে জ্বালানী তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। ওই আক্রমণ রাশিয়া বা পূর্ব ইউরোপভিত্তিক কোনো দল ঘটিয়েছে বলে জানিয়েছে এফবিআই।

মার্কিন বিচার বিভাগ র‌্যানসমওয়্যার আক্রমণের তদন্তের গুরুত্ব বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমপর্যায়ে নিয়ে এসেছে বলে রয়টার্সকে বৃস্পতিবার জানিয়েছেন ওই বিভাগের এক কর্মকর্তা।

র‌্যানসমওয়্যার হামলা এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে আক্রান্ত ব্যবস্থা লক করে দেয় হামলাকারী৷ এতে কম্পিউটার ব্যবস্থা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে৷ পরবর্তীতে আক্রান্ত ব্যবস্থা ঠিক করে দিতে মুক্তিপণ দাবি করেন হামলাকারী।    





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar