ad720-90

কণ্ঠস্বরে নির্দেশনা দিয়েই ইমেইল লেখা যাবে আউটলুকে


আইওএসের পর অ্যান্ড্রয়েডেও আসবে সুবিধাটি। বর্তমানে সুবিধাটি নিতে অ্যাপের মূল ন্যাভিগেশন বারের উপরের প্লাস আইকনে ট্যাপ করতে হবে, এবং এরপরে ‘ইউজ ভয়েস’ নির্দেশনাটিতে চাপতে হবে। এরপর ব্যবহারকারীরা কর্টানাকে জিজ্ঞাসা করতে পারবেন পরবর্তী মিটিংয়ের তারিখ সম্পর্কে বা বলা যাবে নতুন মিটিং ঠিক করতে।

চাইলে ইমেইলে সংযুক্তি যোগ করার কাজটিও মুখে বলেই করে নিতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, স্পিচ-টু-টেক্সট টুল দিয়ে ইমেইলের উত্তর দেওয়া এবং নতুন ইমেইল লেখার কাজও করা যাবে।

কর্টানাকে অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্টের প্রতিযোগী হিসেবে গড়ে তোলার চেয়ে কার্যক্ষম সহায়তাকারী হিসেবে গড়ে তুলতেই বেশি আগ্রহী মাইক্রোসফট। সাম্প্রতিক ঘোষণাটি সে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar