ad720-90

বিটকয়েনের দাম কমে ঠেকল ৩৫ হাজার ডলারে


বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির দাম শনিবার এর সর্বোচ্চ মূল্যের তুলনায় ৪৫.৭ শতাংশ কম ছিল বলে জানিয়েছে রয়টার্স। এ বছর এপ্রিল মাসের ১৪ তারিখে এর মূল্য ইতিহাসের সর্বোচ্চ ৬৪ হাজার ৮৯৫.২২ ডলারে পৌঁছায়।

পাশাপাশি ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের মূদ্রা ইথারের দামও কমেছে। এর মূল্য ২.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২৯৩.২৬ ডলারে। শনিবারের ওই মূল্য আগের দিনে চেয়ে ৫৯.৮৪ শতাংম কম ছিল।

গত মাসেই অস্থিরতা শুরু হয় বিটকয়েন নিয়ে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চীনের কঠোর অবস্থানের পরপরই একাধিক বড় ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রতিষ্ঠান চীনে কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে লেনদেন বন্ধ থাকায় পড়ে যায় বিটকয়েনের দাম। কয়েক সপ্তাহেই বিটকয়েনের মূল্য বছরের সর্বোচ্চ মূল্যের অর্ধেকে এসে ঠেকে।

এর আগে টেসলা সিইও ও বিলিয়নেয়ার ইলন মাস্কের বেশ কয়েকটি টুইটের পর বিটকয়েন চাপের মধ্যে ছিল। টেসলা গাড়ির মূল্য বিটকয়েনে দেওয়া যাবে ফেব্রুয়ারিতে এমন ঘোষণার পর মে মাসে ওই অবস্থান থেকে সরে আসে টেসলা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar