ad720-90

চিপ সঙ্কট: যুক্তরাষ্ট্রে কারখানা বন্ধ রাখবে হিউন্দাই


প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, জুনের ১৪ তারিখ থেকে এক সপ্তাহ চিপ সঙ্কটের কারণে উৎপাদন এবং জুনের ১৬ তারিখ থেকে জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত দুই সপ্তাহ মেরামতের কাজ যুক্তরাষ্ট্রের অ্যালাবামার কারখানায় বন্ধ রাখবে হিউন্দাই।

ইয়োনহাপ নিউজ এজেন্সির খবর বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চিপ যন্ত্রাংশ সঙ্কট গাড়ি নির্মাণ ও অন্যান্য শিল্পে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাজারে প্রভাব ফেলছে। মে মাসের ২৫ তারিখ থেকে হিউন্দাই নিজেদের ভারতীয় কারখানা বন্ধ রেখেছিল পাঁচ দিন।

নিজ দেশেও সঙ্কট এড়াতে পারেনি প্রতিষ্ঠানটি। সেখানেও প্রতিষ্ঠানটি স্থানীয় কারখানা চিপ সঙ্কটের জন্য বন্ধ রেখেছিল। নিজ দেশে সাতটি এবং বাইরের দেশগুলোতে ১০টি কারখানা রয়েছে হিউন্দাইয়ের।

হিউন্দাইয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিয়া কর্পোরেশনও গত মাসে সাময়িকভাবে নিজেদের যুক্তরাষ্ট্রের কারখানা এবং নিজ দেশে একটি কারখানা বন্ধ রেখেছিল।

বিক্রির দিক থেকে হিউন্দাই এবং কিয়া যৌথভাবে বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি নির্মাতা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar