ad720-90

গুগল মিট আপডেটে আরও দৃশ্যমান ‘হ্যান্ড রেইজ’ ফিচার


গুগল জানিয়েছে, ফিচার আরও দৃশ্যমান হওয়ায় সহজেই অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

নতুন আপডেটে ফিচারটিতে আরও উন্নত দৃশ্যমান আইকন চোখে পড়বে এবং গোটা ভিডিও টাইলটিতে অ্যানিমেশন দেখা যাবে। যেমন, কেউ ফিচারটি ব্যবহার করলে একটি হাত ভেসে উঠবে পর্দায়, এরপর সেটিতে অ্যানিমেশন দেখা যাবে এবং যিনি হাত তুলেছেন তার নাম দেখা যাবে।

অ্যাডমিনরাও এখন থেকে কারা হাত তুলেছেন, সে ব্যাপারে ক্লিকএবল নোটিফিকেশন দেখতে পাবেন। এ ছাড়াও হাত তোলা অংশগ্রহণকারীদের একটি কিউ এর লিংক তৈরি হবে অ্যাডমিনদের জন্য। একবার কারো কথা বলা শেষ হয়ে গেলে মিটের পর্দায় উঁচু হয়ে থাকা হাত নিজে থেকেই নেমে যাবে।       





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar