ad720-90

নিজ ব্যাংকে বিটকয়েন চান মেক্সিকোর তৃতীয় শীর্ষ ধনী


মেক্সিকোর তৃতীয় শীর্ষ ধনী রিকার্ডো সালিনাস প্লিগো রোববার বলেছেন যে তার ব্যাংকিং ব্যবসা বিটকয়েন ব্যবহার শুরু করতে পারে। সে ক্ষেত্রে এটিই হবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা মেক্সিকোর প্রথম ব্যাংক।

ফোর্বস সাময়িকী অনুসারে সালিনাসের সম্পদ আনুমানিক ১৫.৮ বিলিয়ন ডলার। তিনি ‘ব্যাঙ্কো আজটেকা’র মালিক।

সালিনাস গত বছর বলেছিলেন যে তার নগত অর্থের শতকরা প্রায় ১০ ভাগ বিটকয়েনে বিনিয়োগ করা আছে। রোববার তিনি বলেন, সকল বিনিয়োগকারীর উচিত ক্রিপ্টোকারেন্সি এবং এর ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করা।

সালিনাস এক টুইটবার্তায় বলেন, “অবশ্যই, আমি #Bitcoin ব্যবহারের সুপারিশ করছি এবং আমি এবং আমার ব্যাংক মেক্সিকোর প্রথম ব্যাংক হিসেবে #Bitcoin গ্রহণ করার জন্য কাজ করছি।”

রোববার বিটকয়েনের মূল্য সাড়ে সাত শতাংশ বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার ডলারে পৌঁছেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar