ad720-90

গ্রাহক ডেটা: নিজ দেশেই অ্যাপ স্টোর থেকে বিদায় দিদি'র অ্যাপ


সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ঘোষণায় সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি) বলেছে, সংস্থাটি দিদিকে চীনের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে মিল রেখে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। তবে, সংস্থাটি স্পষ্ট করে বলেনি, দিদি ঠিক কোন ধারা ভেঙেছে।

জবাবে দিদি বলেছে প্রতিষ্ঠানটি নতুন ব্যবহারকারী নিবন্ধন বন্ধ করেছে এবং অ্যাপ স্টোগুলো থেখে তাদের অ্যাপ সরিয়ে নিচ্ছে। গ্রাহক অধিকার রক্ষায় দেশের আইন মেনে চলার অঙ্গীকারও করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি দিদি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে চারশ’ ৪০ কোটি ডলারের আইপিও ছেড়েছে।

আইপিও’র পর দিদির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার সাতশ’ ৫০ কোটি মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি প্রথমিকভাবে ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছানোর আশা করলেও বেশ কিছু বিনিয়োগকারী পিছিয়ে যাওয়ায় সেটি হয়ে ওঠেনি।

দিদি’র নতুন ব্যবহারকারী নিবন্ধন বন্ধ করার পরও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার সিএসি’র সিদ্ধান্ত বেশ আগ্রাসী বলেই মনে করছেন রেডেক্স রিসার্চের পরিচালক কার্ক ব্রুডি।

“এর মানে হচ্ছে বিষয়টির ফয়সালা হতে বেশ খানিকটা সময় নেবে।”

রয়টার্স বলছে, চীনে যারা দিদির অ্যাপ ইতোমধ্যেই ব্যবহার করছিলেন, তাদের অ্যাপ ঠিকই কাজ করছিলো। প্রতিষ্ঠানটি চীনে গড়ে প্রতিদিন দুই কোটি রাইড সম্পন্ন করে।

দিদি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থ কতোটা মেনে চলে সে বিষয়ে শুক্রবার সিএসি তদন্তের ঘোষণা দেওয়ার পরপরই দিদির শেয়ার মূল্য শতকরা ৫.৩ ভাগ কমে ১৫.৫৩ ডলারে দাঁড়ায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনা কর্তৃপক্ষ তথ্য সুরক্ষা বিষয়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নীতিমালার প্রয়োগ কঠোর করেছে।
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar