ad720-90

ফ্রি-টু-প্লে মোবাইল গেইম থেকে মনোযোগ সরাচ্ছে আটারি


এখন প্রতিষ্ঠানটি মনোযোগ দেবে পিসি এবং কনসোল টাইটেলে।

সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ ব্যাপারে জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। আটারি বলছে, জুলাইয়ের ১ তারিখ তাদের পরিচালক পর্ষদ নতুন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। গোটা বিষয়টিতে মত দেওয়ার আগে আটারি গেইমিং বিভাগের “সম্পদ এবং সম্ভাবনা”ও পর্যালোচনা করে দেখেছেন তারা।

এক মাসও হয়নি নিজেদের কনসোল আটারি ভিসি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। যদিও নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এসেছে কনসোলটি। এটি একই সঙ্গে রেট্রো গেইমিং যন্ত্র ও পিসি হিসেবে ব্যবহার করা যাবে। আটারি বলছে, দুইশ’ গেইম ও ফ্র্যাঞ্চাইজির পোর্টফোলিও তৈরি করা হবে ভিসি ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য।

ধারণা করা হচ্ছে, চলতি আর্থিক বছরেই আসবে নতুন গেইম। ২০২২ সালের মার্চের ৩১ তারিখে শেষ হচ্ছে অর্থবছর।

নিজেদের কিছু মোবাইল গেইম বন্ধ করে দেওয়ার এবং বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও করেছে আটারি। এরকম টাইটেলের মধ্যে রয়েছে রোলার কোস্টার টাইকুন স্টোরিজ, ক্রিস্টাল ক্যাসলস, ক্যাসলস অ্যান্ড ক্যাটাপুলটস, নিনজা গলফ এবং আটারি কমব্যাট: ট্যাংক ফিউরি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar