ad720-90

এবার বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাওয়ার পালা মাভাবিপ্রবির শিক্ষার্থীদের


তাসনিম আলম, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ লকডাউনে আটকে পড়া পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রনেতা মানিক শীল লকডাউনে আটকে থাকা প্রায় ১০০০ এর অধিক শিক্ষার্থীদের বিপদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি আবেদন করেন। তার আবেদনে সাড়া দিয়ে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১২ জুলাই) প্রায় অর্ধেক শিক্ষার্থী তাদের বাড়ি ফিরে যাচ্ছে এবং বাকীরা আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) তাদের গন্তব্যের পথে রওনা হবে।

এমন সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এর আগে ছাত্রলীগ নেতার আবেদনের প্রেক্ষিতে গত ১০ জুলাই উক্ত বিষয়ে এক অনুষ্ঠিত সভায় একমত পোষণ করা হয় এবং ৬ টি রোডে ১২ ও ১৩ জুলাই ৮ টি বাস দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

গত রোববারে এ বিষয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম।

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar