ad720-90

Telegram Bot Making tutorial basic to Advanced..Part-3 ( What is Api & How do find my Api Id…?)


কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আজকের বিষয় API কি এবং কিভাবে আমি আমার Api Id এবং এবং Api Hash খুঁজে পাবো…?

1 ➜ API কি‌ এবং API এর উদাহরণ …?


API এর পূর্ণরূপ হলো Application Programming Interface । আপনি যখন আপনার মোবাইল ফোনে কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটে সংযুক্ত হয় এবং একটি সার্ভারে ডেটা প্রেরণ করে। সার্ভারটি সেই ডেটাটি পুনরুদ্ধার করে, এর ব্যাখ্যা করে, প্রয়োজনীয় ক্রিয়া সম্পাদন করে এবং আপনার ফোনে এটি আবার প্রেরণ করে। অ্যাপ্লিকেশনটি সেই ডেটাটির ব্যাখ্যা করে এবং আপনাকে পাঠযোগ্য উপায়ে যে তথ্য চেয়েছিল সেগুলি আপনাকে উপস্থাপন করে। এটি একটি API যা – API এর মাধ্যমে এগুলি ঘটে ।

২ ➜ কিভাবে আমি আমার Api Id এবং এবং Api Hash খুঁজে পাবো…?


প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে
MyTelegram.org
এখন আমাদের Telegram Phone Number টি দিয়ে NEXT এ Click করতে হবে

এরপর Confirmation Code চাইবে ।

এই Confirmation Code পাওয়া জন্য Telegram App এ যেতে হবে .

এখন Telegram Message Check করে , এই Verification Code টি কপি করে রাখতে হবে

আবার পূর্বের Website এ ফিরে এসে Copy করা Verification Code টি Submit করে Sign In এ Click করতে হবে

এরপর আমাদের Api Development Tool এ Click করতে হবে

এখন আমাদের এই Form টি পূরণ করতে হবে App title এ myapi দিন এবং Short Name এ myapi দিন ব্যাস আর কোন কিছু পূরণ করতে হবে না যে গুলো ফাঁকা থাকবে সেগুলো ফাকাই রাখুন

এখন Create Application এ Click করুন ব্যাস আপনার Api Id & Api Hash তৈরি হয়ে গেল

এখন আপনাদের এই Api Id & Api Hash সুরক্ষিত রাখতে হবে । কারন যে কেউ আপনার Api Id এবং Api Hash দিয়ে আপনার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারে ।

৩ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন

For Bot Making Help Join Hear

আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি API এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । আপনারা হয়তো ভাবছেন Api Id & Api Hash এর কাজ কি…? পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন এগুলার কাজ কি । পরবর্তীতে পার্টে জানাবো Heroku কি এবং এর কাজ কি ..? সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar