ad720-90

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!


যানজটে থেমে থাকার দিন শেষ। কারণ উড়তে উড়তে কোথাও যেতে পারবেন এমন ট্যাক্সি নিয়ে আসছেন নাস। উড়ন্ত ট্যাক্সি এরই মধ্যে তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ওয়েবসাইটের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

অ্যাডভান্সড এয়ার মবিলিটি ন্যাশনাল ক্যাম্পেনে এই উড়ন্ত ট্যাক্সির ট্রায়াল করছে নাসা। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্সির ট্রায়াল হবে। সব ঠিকঠাক থাকলে জনসাধারণের জন্য এমন ট্যাক্সি নিয়ে আসার সুপারিশ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

যে এয়ারক্রাফ্টগুলো এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোর মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে। যা সাহায্য করবে আকাশসীমা মুক্ত রাখতে। তীব্র শব্দও হবে না। শহরের উঁচু বিল্ডিংয়ের ছাদগুলোকে এয়ার ট্যাক্সির লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা যাতে। সেখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। সূত্র: নাসা.গভ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar