ad720-90

হোয়াটসঅ্যাপ কলে এলো নতুনত্ব


নতুন ইন-কল ইউজার ইন্টারফেস লঞ্চ করার একবারে কাছাকাছি চলে এসেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। চলতি বছরের শুরুতেই দেখা গিয়েছিল,এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম একটি নতুন কল ইউজার ইন্টারফেস বা ইউআই (New Call UI) বাস্তবায়ন করার পথে হাঁটছে, যা ছিল কেবল মাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেল, অ্যান্ড্রয়েডের (Android) জন্যও নতুন কল ইন্টারফেস নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তার একটি ছবিও দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন কল ইউজার ইন্টারফেস সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ স্টেটাস ট্র্যাকার ডব্লুএবিটাইনফো-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপ কলের সময় স্ক্রিনের ঠিক মাঝখানে একটি ধূসর বর্গক্ষেত্র দেখা যাবে। ইউআই বাটনগুলি আপনাকে স্পিকার (হ্যান্ডস-ফ্রি), ভিডিয়ো কল, মিউট করা এবং কল কেটে দেওয়া ইত্যাদির সবেতেই সুইচ করতে দেবে এবং সেই বাটনগুলি থাকবে আগের মতোই স্ক্রিনের ঠিক নীচে।

আরও একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে, ওয়ান-অন-ওয়ান কলের সময় ধূসর বর্গক্ষেত্রটি আপনাকে দেখাবে আপনি কোন কন্ট্যাক্টের সঙ্গে কথা বলছেন তার নাম এবং তার ঠিক নীচেই দেখা যাবে আপনি সেই ব্য়ক্তির সঙ্গে কতক্ষণ কথা বলছেন। তার নীচে থাকছে আরও দুটি বড় গোলাকার, যেখানে ইউজারের প্রোফাইল পিকচার দেখানো হবে।

সেই সঙ্গেই আবার আমরা দেখতে পাচ্ছি, গ্রে কার্ডটির ডান দিকের ঠিক নীচে রয়েছে একটি ছোট্ট মিউট বাটন। তারও নীচে রয়েছে আরও একটি মিউট বাটন, যেটি ভিডিয়ো কল, লাউড স্পিকার, এন্ড কল বাটনের সঙ্গেই রয়েছে। তবে এই দুটি মিউট বাটন গুলিয়ে ফেললে চলবে না। কারণ, নতুন মিউট বাটনটি দেওয়া হয়েছে, খুব সম্ভবত কোনও কল না কেটে যদি অপর প্রান্তের ইউজারকে মিউট রাখা যায়, সেই কারণে।

গ্রে কার্ডটির ব্যাকগ্রাউন্ডের ছবিতে থাকছে ডিফল্ট হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকগ্রাউন্ড। তবে রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ কাস্টমাইজ় করা যেতে পারে এবং ইউজাররা নিজস্ব চ্যাট ব্যাকগ্রাউন্ড সেট করে রাখতে পারবেন, যা তাঁদের কোনও কলিংয়ের সময় দেখানো হবে।

গ্রুপ কলিংয়ের সময়ও এই ইন্টারফেস পরিবর্তিত হতে চলেছে, যা এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার হতে চলেছে। এর আগে যেমন মোজ়াইকের মতো একটি ইউজার ইন্টারফেস দেখা যেত, সেটিই এবার পরিবর্তিত হয়ে একাধিক গ্রে কার্ড দেখাবে। প্রতিটি গ্রে কার্ডে থাকবে ভিডিয়ো কলে অংশগ্রহণকারী গ্রুপের একজন সদস্য। ওই কার্ডগুলিতে কন্ট্যাক্টের নাম থাকবে উপরে এবং নীচে থাকবে তাঁর প্রোফাইল ছবি ও একটি ওডিয়ো ওয়েভফর্ম।

আপাতত হোয়াটসঅ্যাপের এই ইউজার ইন্টারফেস বাছাই করা কিছু ইউজার দেখতে পাবেন। বিটা টেস্টারদের সকলেও এই ইউআই দেখার সুযোগ পাবেন না। কেবল মাত্র যাঁরা হোয়াটসঅ্যাপ বিটা ২.২২.৫৪ ভার্সন ব্যবহার করেন, তাঁদের টেস্টিংয়ের জন্যই এটি উপলব্ধ। তাই একবার যখন এই নতুন ইন-কল ইউজার ইন্টারফেস টেস্ট করা হয়েছে, এটির স্টেবল ভার্সন শীঘ্রই লঞ্চ করে যাবে বলে মনে করা হচ্ছে, যেটি সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই দেখতে পারবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar