ad720-90

বার্লিনে নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে টেসলা


নতুন নকশার কারণে “লক্ষ্যণীয় মাত্রার উৎপাদন ঝুঁকিতে” পড়তে পারে টেসলা, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্লিনের কারখানায় মডেল ওয়াইয়ের নতুন একটি সংস্করণ বানানোর পরিকল্পনা করছে টেসলা। একই কারখানায় নতুন ব্যাটারি সেল বানানোরও সম্ভাবনা রয়েছে।

গত মাসেই মাস্ক বলেছেন, টেসলার গাড়ি কীভাবে বানানো হয়, তা প্রদর্শনের জন্য জার্মানির এই কারখানা ব্যবহার হবে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে বার্লিনের গিগাফ্যাক্টরিতে মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের।

৪৬৮০ নামের টেসলার নতুন সিলিন্ডার আকৃতির ব্যাটারি সেল অপেক্ষাকৃত বেশি শক্তি মজুদ করতে পারে এবং এটি বানানোও সহজ। ব্যাটারির দামও অর্ধেকে নিয়ে আসতে সহায়তা করবে নতুন নকশা। এতে ২০৩০ সালের মধ্যে ব্যাটারির উৎপাদনও একশ’ গুণ বাড়াতে পারবে প্রতিষ্ঠানটি।

বুধবার মাস্ক বলেছেন, নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করতে ফ্রেমন্ট এবং শাংহাই কারখানার আরও প্রায় দুই বছর লাগবে।

মাস্ক বলেন, “নতুন প্রযুক্তি প্রমাণিত হলেই ফ্রেমন্ট এবং শাংহাই কারখানা দুই বছরে পরিবর্তন হবে।”

গত সপ্তাহেই টেসলা জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে এক লাখ ৩৯ হাজার তিনশ’ গাড়ি সরবরাহ করা হয়েছে, যা এক প্রান্তিকে প্রতিষ্ঠানের রেকর্ড।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar