ad720-90

ইনপুট ডিভাইস (Input Device) কাকে বলে ও উদাহরন সহ দেখে নিন।


আসসালামুআলাইকুম
ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই?
আশা করি ভাল আছেন।
কারন trickbd এর সাথে থাকলে সহজেই জ্ঞান ভান্ডার সম্পর্কে ধারনা ও জানা যায়।

আজকে আপনাদের মাঝে খুব কমন একটা টপিক নিয়ে আলোচনা করব।

সবাই হয়তো এই বিষয় জানে,
কিন্তু অনেকে জানে না।
যারা একেবারে নতুন তারা এই বিষয় সম্পর্কে জানে না।
তাই আমি একটু আলোচনা করব এবং সবাইকে আজ সম্পন্ন ধারনা দেব উদাহরন সহ।

কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক।

আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনপুট ডিভাইস ( Input Device) নিয়ে।

ইনপুট ডিভাইস ( Input Device) কিঃ
উত্তরঃ যে সব যন্ত্র দিয়ে কম্পিউটার এ ডেটা প্রবেশ করানো হয় এটাই মূলত ইনপুট ডিভাইস।

আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজ করতে হয় কাজের জন্য আমাদের কম্পিউটার এ ইনপুট অনেক যন্ত্রাংশ দরকার হয়।
যেমন মেমরিতে একটা ফাইল আছে এটা কম্পিউটার এ নেয়া অত্যান্ত জরুরী।
তাহলে মেমরি টা আমাদের কম্পিউটার এ ইনপুট কর‍তে হবে তার পর ফাইল কম্পিউটার এ নিতে হবে।
তাহলে এটা ও ইনপুট ডিভাইস।

বর্তমানে আমাদের কম্পিউটার এ কাজ করতে বিভিন্ন ইনপুট ডিভাইস এর সাহায্য দরকার হয়।

মোটামোটি তো সম্পন্ন হলো ইনপুট ডিভাইস ( Inpur Drvice) সম্পর্কে।

এবার তাহলে উদাহরন হোক যে ইনপুট ডিভাইস গুলো কি কিঃ

মাউস(Mouse);

ইউ এস বি পেন্ড্রাইভ( Usb Pendrive) :

কি – বোর্ড(keyboard) :

স্পীকার ( Spekar) :

স্ক্যানার(Scanner) :

ওয়েবক্যাম(webcam):

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ





সর্বপ্রথম প্রকাশিত

windows 10 education lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar