ad720-90

আরও দেরিতে আসবে ‘প্রিন্স অফ পার্সিয়া’র নতুন সংস্করণ


গেইমের ডেভেলপমেন্ট টিমের কথা বলে এক বিবৃতিতে ইউবিসফট লিখেছে, “আমরা আরও পরের কোনো তারিখে ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ বাজারে আনার পরিকল্পনা করেছি।”

“এই অতিরিক্ত ডেভেলপমেন্টের সময় আমাদের টিমকে প্রাণবন্ত একটি রিমেক উপহার দিতে সাহায্য করবে যেটিতে আসলটির স্বাদও থাকবে।” – বিবৃতিতে যোগ করেছে ইউবিসফট।

গত সেপ্টেম্বরে ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ বাজারে আনার খবর জানায় ইউবিসফট। ওই সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, গেইমটি জানুয়ারিতে আসবে। পরে বছর শেষ হওয়ার আগেই সে তারিখ পিছিয়ে মার্চে নিয়ে যায় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, বাজারে আসার পর গেইমটি প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান, এপিক গেইমস স্টোরের মাধ্যমে পিসিতে এবং ইউপ্লে প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

রিমেকে আরও উন্নত ভিজুয়াল, আপডেটেড নিয়ন্ত্রণ এবং নতুন কণ্ঠ শোনা যাবে বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। মূল ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম’ বাজারে এসেছিল ২০০৩ সালে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar