ইতালিতে কোটি ডলার জরিমানার মুখে অ্যাপল
সোমবার ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ অ্যাপলকে জরিমানা করার খবর জানিয়েছে। এক বিবৃতিতে নিয়ন্ত্রকরা দাবি করেছেন, পানি নিরোধক বলে কয়েকটি মডেলের আইফোনের প্রচারণা চালিয়েছিল অ্যাপল, কিন্তু সেগুলো যে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতির জন্য প্রযোজ্য, তা পরিষ্কার করেনি প্রতিষ্ঠানটি। তরল পদার্থ থেকে ডিভাইস নষ্ট হলে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না বলে এক সতর্কতা জানিয়ে রেখেছে অ্যাপল। এ ব্যাপারটি নিয়েও… read more »