নতুন গেইম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে অ্যামাজন
ক্লাউড-ভিত্তিক গেইমে পা দিলে মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে হবে অ্যামাজনকে। সবকিছু ঠিক থাকলে এ বছরেরই যেকোনো সময় নিজস্ব গেইম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। ‘ক্রুসিবল’ নামের এক গেইম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। ওই গেইমের সঙ্গে ‘নিউ ওয়ার্ল্ড’ নামের আরেকটি গেইম নিয়ে আসার পরিকল্পনাও… read more »