ad720-90

নিজ প্রতিষ্ঠান ছাড়ছেন গ্র্যান্ড থেফট অটো নির্মাতা

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিতে এ তথ্য জানিয়েছে রাকস্টার গেইমস। রকস্টার গেইমসের মূল প্রতিষ্ঠান ‘টেইক-টু ইন্টারঅ্যাকটিভ’ তাদের বিনিয়োগকারীদেরও দ্রুততম সময়ে তথ্যটি জানিয়েছে। রকস্টার গেইমসের সবচেয়ে বড় দুটি জনপ্রিয় গেইম টাইটেল ‘গ্র্যান্ড থেফট অটো’ এবং ‘রেড ডেড’-এর মূল সৃজনশীল চিন্তাধারায় ছিলেন হাউজার। বিদায়ের ঘোষণা জানানোর আগে ‘বড় অবকাশে’ ছিলেন তিনি – জানিয়েছে ‘টেইক-টু… read more »

প্রতিষ্ঠান ছাড়ছেন ফেইসবুকের প্রকৌশল ভাইস প্রেসিডেন্ট

এক ফেইসবুক পোস্টে পারিখ বলেন, “কিছু টকমিষ্টি খবর জানানোর আছে। (আমার জন্য) ফেইসবুক ছাড়ার এটাই সময়, যাতে পরবর্তীতে কী রয়েছে তার অনুসন্ধান করতে পারি।” লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী ২০০৯ সালে ফেইসবুকে যোগ দেন পারিখ। ২০১২ সালে শেয়ার বাজারে নাম লেখানোর সময় প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন তিনি। এ ছাড়াও ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ান হস্তক্ষেপ, ২০১৮… read more »

ফেইসবুকের বিরুদ্ধে আদালতে চার প্রতিষ্ঠান

নর্দার্ন ডিসট্রক্ট অফ ক্যালিফোর্নিয়ার ডিসট্রিক্ট কোর্টে করা মামলার নথিতে দেখা গেছে ফেইসবুকের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন এবং অনির্দিষ্ট ক্ষতির অভিযোগ করেছে ওই চার প্রতিষ্ঠান– খবর বার্তাসংস্থা রয়টার্সের। মামলার প্রধান সহযোগী আইনজীবী এবং আইনি প্রতিষ্ঠান পিয়ার্স বেইনব্রিজের অংশীদার ইয়াভার বাথি বলেন, “মোবাইল অ্যাপগুলোকে অস্তিত্ব রক্ষার হুমকি হিসেবে দেখেছে ফেইসবুক এবং মেধা দিয়ে প্রতিযোগিতা করার বদলে সচেতনভাবে প্রতিযোগিতাই বাতিল… read more »

প্রতিষ্ঠান ছাড়ছেন গুগলের প্রধান আইন কর্মকর্তা

১৯৯৮ সালে গুগলে যোগ দেন ড্রামন্ড। ১৮ বছর প্রতিষ্ঠানের শীর্ষ আইনজীবীর দায়িত্ব পালন করেছেন তিনি। সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিনের সঙ্গেও একাত্মভাবে কাজ করেছেন ড্রামন্ড। সুন্দার পিচাইয়ের ওপর দায়িত্ব ছেড়ে প্রতিষ্ঠানে পদ ছেড়েছেন দুই প্রতিষ্ঠাতাও। শুক্রবার মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দেওয়া এক নথিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “১০ জানুয়ারি, ২০২০ তারিখে… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আইএসও সনদ পেলো ওয়ালটন

আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে। সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)। সূত্রমতে, আন্তর্জাতিক মানের… read more »

গুগল ওয়েইমোর মালিকানায় ব্রিটিশ এআই প্রতিষ্ঠান

সহ-প্রতিষ্ঠাতা শিমন হোয়াইটসন এবং হোয়াও মেসিয়াসের হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করে অক্সফোর্ডভিত্তিক প্রতিষ্ঠান ল্যাটেন্ট লজিক। দুই সহ-প্রতিষ্ঠাতাই অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষাবিদ। ল্যাটেন্ট লজিকের কৃত্রিম বুদ্ধিমত্তাটি মূলত ‘অনুকরণের মাধ্যমে শিখে’ থাকে। ওয়েইমো আশা করছে, ল্যাটেন্ট লজিকের প্রযুক্তির মাধ্যমে স্বচালিত গাড়িকে জটিল পরিস্থিতি মোকাবেলা করা শেখানো সম্ভব হবে। — খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের। জটিল পরিস্থিতি বলতে… read more »

হুয়াওয়ে: কোনো প্রতিষ্ঠান বা দেশকে অপবাদ দেবে না ফ্রান্স

নেটো সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট– খবর বার্তাসংস্থা রয়টার্সের। চলতি সপ্তাহে ফ্রান্সের কনিষ্ঠ অর্থমন্ত্রী অ্যাগনিস প্যানিয়া-রুনাশে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে না ফ্রান্স এবং পরবর্তী প্রজন্মের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দেওয়া হবে না। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে যে কোনো যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ভেটো দেওয়ার ক্ষমতা… read more »

হুয়াওয়ের সঙ্গে ব্যবসার ‘অনুমোদন’ পেয়েছে একাধিক মার্কিন প্রতিষ্ঠান

ঠিক কোন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার জন্য অনুমোদন পেয়েছে, বা কোন প্রযুক্তি পণ্যগুলো ছাড়ের আওতায় পড়বে তা এখনও জানা যায়নি। মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস বলেছেন, “কারা সরকারের ছাড় পেয়েছে আর কারা পায়নি, সে বিষয়গুলো কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোকে জানানো শুরু করেছে।” — খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র। মার্কিন বাণিজ্য মন্ত্রী রস-এর দেওয়া তথ্য অনুসারে,  নিষেধাজ্ঞা… read more »

Sidebar