‘সস্তা’ ভেন্টিলেটর বানালো ফিটবিট
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি দাবি করেছে, ‘কম খরচে, ভালো মানের, সহজে ব্যবহারযোগ্য’ জরুরি ভেন্টিলেটর বানিয়েছে তারা। নতুন এই ভেন্টিলেটরের নাম বলা হচ্ছে ‘ফিটবিট ফ্লো’। ইতোমধ্যেই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউএ) পেয়ছে ভেন্টিলেটরটি– খবর আইএএনএস-এর। বিবৃতিতে ফিটবিট বলছে, “প্যারামেডিকসরা যেমন রিসাসিটেটর ব্যাগ ব্যবহার করেন, ফিটবিট ফ্লোতেও উন্নত যন্ত্রাংশ, সেন্সরের এবং অ্যালার্মের সঙ্গে… read more »