ad720-90

Hard Disk Sentinel দিয়ে ভবিষ্যৎবাণী করুন Hard Disk টি কতদিন বাচবে


Hard Disk Sentinel হলো এমন একটি সফটওয়্যার যা আপনার পিসির Hard Disk টিকে পর্যবেক্ষন করে আপনাকে ভবিষ্যৎবাণীর ফলাফল দেখাবে।

Hard Disk Sentinel আপনার সংগ্রহে রাখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার পিসির HardDisk এ সঞ্চয় করে রাখা ডাটা গুলো অনেক মূল্যবান।

আমরা পিসিতে অনেক ধরনের কাজ করে থাকি যা গিয়ে সঞ্চয় করে রাখি HardDisk এর মধ্যে। 

ধরে নিন আপনি একজন ডেভেলপার আর আপনার প্রজেক্ট গুলো পিসির Hard Disk এর মধ্যে Save রয়েছে। আর আজ আপনার কয়েকটি প্রজেক্ট সাবমিট করতে হবে এমন সময় দেখা গেলো পিসির Hard Disk টি নষ্ট হয়ে গেলো। তখন আপনি কি করবেন?

কিচ্ছু করার থাকবেনা তখন হয়তো কিন্তু আপনি চাইলে অগ্রীম জানতে পারবেন আপনার Hard Disk টি কতদিন বাচতে পারে অথবা কতটুকু সময় আপনাকে সার্ভিস দিতে পারবে।

আর নষ্ট হবে এটা যদি আগে থেকেই জেনে যান তবে হয়তো হারানো যাবে না একটি ডাটাও। 

কারন আপনি যদি আগে থেকেই জেনে যান যে পিসির Hard Disk টির অবস্থা বারোটা বেজে রয়েছে তবে আমি তো নিশ্চিত যে আপনি তাড়াতাড়ি ডাটা অন্য কোথাও Transfer করে নিবেন।

অনেক তো হলো উদাহরণ দেওয়া এবার চলুন আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক Hard Disk Sentinel সম্পর্কে।

Hard Disk Sentinel Details:

এটা এমন একটি টুলস যা ঘরের পিসি ব্যবহারকারী থেকে শুরু করে যে কোন কোম্পানীর পিসির জন্য কাজে লাগতে পারে।  Hard Disk Sentinel টুলস টি Develop করেছে János Máthé. তাদের অফিস অবস্থিত Urhida, Hungary তে। 

এই সফটওয়্যার টি  আগের উইন্ডোজ গুলো থেকে শুরু করে বর্তমানের আপডেট Windows 10 সমর্থন করে। এর মূলত কাজ হচ্ছে Hard Disk পরীক্ষা করা পাশাপাশি পর্যবেক্ষন করা।

HardDisk এর সমস্যাগুলো সনাক্ত করবে সাথে এর ক্ষতি কতটুকু তার ফলাফল দেখাবে এবং প্রতিরোধ করবে।

আপনি Memory Card, Pen Drive থেকে শুরু করে HDD, SSD, SSHD, Raid ইত্যাদির ফলাফল দেখতে পারবেন সহজেই।

বর্তমানে এর তিনটি প্রিমিয়াম ভার্সন রয়েছে ঃ-

  1. Enterprise – 19.95 USD
  2. Professional – 29.95 USD
  3. Standard – 19.50 USD

এছাড়াও রয়েছে তিনটি Free কিংবা Trial ভার্সনঃ-

  1. Trial
  2. DOS Version
  3. Linux Version

উল্লেখযোগ্য Hard Disk Sentinel এর ফিচারঃ

Overview, Temperature, S.M.A.R.T, Information, Log, Disk Performance এবং Alert যার মাধ্যমে আপনি আগে থেকেই  সতর্কবার্তা পেয়ে যাবেন।

এছাড়াও রয়েছে আরো কিছু ফিচার যা আপনি ব্যবহার করলেই দেখতে পাবেন।

Hard Disk Sentinel এর কিছু চিত্রঃ

 

উপরে দেখুন আমার পিসির Hard Disk টিতে 16% জীবন বেচে আছে। খুব শ্রীঘ্রই সে অক্কা পেতে পারে। তাই আগে থেকেই নতুন Hard Disk যোগাড় করতে হবে।

 

 

 

 

Hard Disk Sentinel আপনি চাইলে ক্রয় করতে পারেন উপরে উল্লেখিত লিংক থেকে। আর আপনি যদি ক্রয় করে চালাতে অসফল থাকেন তবে নিচের লিংক থেকে Professional Version লাইফ টাইম মেয়াদে ডাউনলোড করতে পারেন।

Download Mirror 

Size: 33MB

Password: DarkMagician.Xyz

অফ টপিকঃ

আমি এবং আমার ছোট ভাই (Rifat) পুরাতন একটি Hard Disk ক্রয় করি যা চলছিলো কিন্তু ২-৩ দিন না যেতেই নষ্ট হয়ে যায়। তখন রিফাত আমাকে আইডিয়া দেয় যে যদি Hard Disk ক্রয় করেন তবে আগে একবার যাচাই করে দেখবেন ভালো আছে নাকি কোনমতে বেচে আছে। 

আর তখন এই সফটওয়্যার টির সাথে পরিচিত হই রিফাতের মাধ্যমে যা আসলেই অনেক কাজের।

তাই আপনিও যদি পুরাতন Hard Disk ক্রয় করতে চান।

তবে অবশ্যই একবার হলেও এই Hard Disk Sentinel সফটওয়্যার দিয়ে যাচাই করে নিবেন।

এতে উপকার হবে আপনার কিছুটা হলেও বেচে যাবেন নষ্ট জিনিস ক্রয় করা থেকে।

“তাই আজকের পোষ্ট ক্রেডিট সম্পূর্ণ রিফাত  কে দিচ্ছি” 

সবশেষেঃ

“ছোট বলে কাউকে করিও না হেলা”

সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে।

আর্টিকেল টি যদি আপনাদের উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

Author: Cyber Prince





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar