ad720-90

ল্যাপটপ/কম্পিউটার দিয়ে WiFi শেয়ার করার সেরা কিছু সফটওয়্যার | সকল কম্পিউটার ব্যবহারকারী-রা পোস্ট টি দেখুন


 

আপনার যদি কম্পিউটার/ল্যাপ্টপ থাকে, তাহলে আপনি wifi শেয়ার করতে পারবেন। মোবাইলের Hotspot এর মত।

এটা যারা জানেন। তাদের জন্য এই পোস্ট টি না।

যারা জানেন তাদের জন্য এই পোস্ট।


কি আর বলবো!

ট্রিকবিডির অবস্থা আগের মত নেই। এর একমাত্র কারন অতিথি পাখির আগমন।

অতিথি পাখিদের ফালতু সব পোস্টের কারনে ভালো পোস্ট দাতা রা আর ভালো পোস্ট করার অনুপ্রেরণা থেকে বঞ্চিত হয়েছে।

এখন ট্রিকবিডি তে আর কম্পিউটার সম্পর্কিত পোস্ট দেখা যায় না।

আমিও যদিও তেমন কিছু জানি না। শুধু শেখার জন্য এবং কম্পিউটার সম্পর্কে যারা জানেন তাদের কে অনুরোধ করার সাহসের জন্য এই পোস্ট টি করলাম। আপনারা যারা কম্পিউটার সম্পর্কে কম বেশি জানেন, তারা দয়া করে আমাদের কিছু শেখানোর জন্য ট্রিকবিডি তে পোস্ট করুন।


আপনি যদি কম্পিউটার দিয়ে WiFi শেয়ার করতে চান, তাহলে আপনাকে কম্পিউটারে একটা Wifi Adapter লাগাতে হবে।

ল্যাপটপে এটা আগে থেকেই থাকে।

তাই আলাদা করে লাগানোর দরকার নেই।


ল্যাপটপ দিয়ে WiFi শেয়ার নিয়ে আমি এর আগেউ একটা পোস্ট করেছিলাম।

পোস্ট টি দেখুন এখানে।

তারপরেও আমি আরেকটি পোস্ট করতে চলেছি।

কারন আগের পোস্ট টি ছিলো Connectify Hotspot  নিয়ে।

যে সফটওয়্যার দিয়ে WiFi শেয়ার করতে চায়লে আপনাকে Software টি অ্যাক্টিভ করতে হবে।

যদিও আমি Activator দিয়েই দিয়েছিলাম। তবুও অনেকেই Activator দিয়ে Active করতে চান না।


আমি এখন কয়েকটি সফটওয়্যার আপনাদের কে দিচ্ছি। যে সফটওয়্যার দিয়ে আপনি WiFi শেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

আমি যদিও জানি আপনারা অনেক এক্সপার্ট। তবুও নতুন দের সুবিধার্তে ইন্সটলেশন প্রসেস সহ দেখাচ্ছি।


 

 

 

প্রথমে ফাইল টি ডাউনলোড করার পরেই Extract করুন।

 

Next এ ক্লিক করুন।

 

আবার Next এ ক্লিক করুন।

 

 

Install এ ক্লিক করুন।

 

 

 

 

দেখুন Install চলছে।

 

 

install হয়ে গেছে। এখন Finish এ ক্লিক করুন।

 

সফটওয়্যার টি ওপেন করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

WiFi শেয়ার চালু করতে চাইলে নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

 

দেখুন WiFi চালু হয়ে গেছে।

আমি একটা মোবাইল দিয়ে চেক করলাম দেখুন।

 

 

 

 

 

 

 

এছাড়াও Connection এবং Settings অপশন থেকে আপনি আরো কিছু অপশন পাবেন।

এখন আমি প্রায়ই এই সফটওয়্যার টি ব্যবহার করি। কোনো ক্র্যাক এর ঝামেলা নেই। সুবিধা তে কোনো বাধা বাধি নেই।





 

 

.zip ফাইল টা ডাউনলোড করার পরে Extract করবেন।

 

 

তারপর যে ফাইল টি পাবেন, সেটা ওপেন করবেন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুন ইন্সটল চলছে।

 

 

অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

দেখুন অটোমেটিক সফটওয়্যার টি ওপেন হবে।

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

 

 

 

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

WiFi শেয়ার চালু করতে চাইলে নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুন WiFi চালু হয়ে গেছে।

আমি একটা মোবাইল দিয়ে চেক করলাম দেখুন।

 

 

 

এই সফটওয়্যার টি তে তেমন খুব একটা ঝুট ঝামেলা নেই।

জাস্ট চালু আর বন্ধ করা।





 

 

.zip ফাইল টা ডাউনলোড করার পরে Extract করবেন।

 

 

তারপর যে ফাইল টি পাবেন, সেটা ওপেন করবেন।

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুব কয়েক সেকেন্ডের ভিতরেই সফটওয়্যার টি ইন্সটল হয়ে ওপেন  হয়ে গেছে।

তারপর আপনার WiFi এর নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য, নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

 

 

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

তারপর নিচের ছবিতে দেখানো জায়গাতে মানে OK তে ক্লিক করুন।

দেখুন অটোমেটিক আপনার সেট করা নামে WiFi শেয়ার হচ্ছে।

 

 

 

 

 

আমি এখন WiFi টি কানেক্ট করছি।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গায় দেখুন আপনার সফটওয়্যার টি তে দেখা যাচ্ছে আপনার WiFi কানেক্ট করা ডিভাইসের সংখ্যা।

 

কানেক্ট হওয়া ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ছতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

 

দেখুন ডিভাইস টি দেখা যাচ্ছে।

 

 

 

কোন ডিভাইস টি কত টুকু ইন্টারনেট নিয়েছে। তা ও দেখতে পাবেন।

 

ডিভাইসের ওপরে মাউস রেখে ডান দিকে ক্লিক করলেই দুইটা অপশন পাবেন।

যে অপশনের সাহায্যে আপনি কানেক্ট হওয়া ডিভাইস কে ব্লক করতে পারবেন, যাতে করে সেই ডিভাইস টি আপনার WiFi ব্যবহার করতে পারবে না।

 

 

উপরের দেখানো সফটওয়্যার গুলো আমার পছন্দের।

আসা করি আপনাদের ও পছন্দ হবে।

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।

আর আপনার কোন সফটওয়্যার টি ভালো লেগেছে সেটা কম্মেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না প্লিজ।


ভুল ত্রুটি মার্জনা করবেন।


 

ফেইসবুকে আমি





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar