ad720-90

২০১৯ সালের সেরা ৯ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন !!


Image result for wordpress plugin

যেকোন ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস নিঃসন্দেহে একটি পারফেক্ট প্ল্যাটফর্ম । এটি বিগিনার ফ্রেন্ডলি এবং হাইলি কাস্টমাইজেবল । যাইহোক ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটি ওয়েবসাইটের জন্য দরকারি অনেক কাজ করা যায় না । তাই আপনাকে বাড়তি সুবিধা যোগ করার উপায় খুঁজতে হয় ।

আর এর সল্যুশন হচ্ছে প্লাগিন ইউজ করা । প্লাগিন হচ্ছে একধরণের অ্যাড-অন যা আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করে বাড়তি ফিচার্স বা ফাংশনালিটি যোগ করতে পারবেন ।

অনলাইনে অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ওয়ার্ডপ্রেস প্লাগিন ডাউনলোড করা যায় । আবার ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল প্লাগিন ডিরেক্টরিতেও অসংখ্য ফ্রী এবং পেইড প্লাগিন রয়েছে । কিন্তু এত এত প্লাগিন থেকে বেস্ট প্লাগিনগুলো চুজ করা আপনার জন্য সময়সাপেক্ষ ব্যাপার হয়ে যেতে পারে । তাই এই আর্টিকেলে আমরা সেরা এবং পপুলার ৯ টি প্লাগিন সম্পর্কে আলোচনা করব । তার আগে জেনে নিই যে প্লাগিন জিনিসটা আসলে কি ।

প্লাগিন কি ??

ডেভেলপাররা যখন একটি সফটওয়্যার তৈরি করে তখন এই সফটওয়্যারটিতে অসংখ্য ফিচার দেওয়ার প্রয়োজন পড়ে । কিন্তু দেখা যায় কিছু কিছু ইউজারের কাছে কিছু কিছু ফিচার ভালো লাগে না । তাই ডেভেলপাররা এমন একটি সিস্টেম তৈরি করে যাতে ইউজারদের পছন্দমত ফিচার্স সফটওয়্যারটিতে আলাদাভাবে যোগ করে নিতে পারে । যেমন গুগল ক্রোম বাউজারে আমরা Ad-Blocker এক্সটেনশন ইউজ করি । তেমনি ওয়ার্ডপ্রেসেও আপনার দরকারি ফিচার্সগুলো অ্যাড করার জন্য প্লাগিন ইউজ করতে পারেন । ওয়ার্ডপ্রেস প্লাগিন হচ্ছে একধরণের অ্যাড-অন টুলস যা আপনি ডাউনলোড করে আপনার সাইটে ইন্সটল করতে পারেন ।

ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরণের প্লাগিন রয়েছে । কিছু কিছু প্লাগিন দিয়ে শুধুমাত্র একটি কাজই করা যায় । যেমন কন্টাক্ট ফর্ম, পিকচার গ্যালারি, স্লাইডার । আবার কিছু কিছু প্লাগিন প্যাকেজ আকারে অনেকগুলো কাজ করে । যেমন Jetpack প্লাগিনে আপনি একসাথে অনেকগুলো ফিচার্স পাবেন । যেমনঃ- কন্টাক্ট ফর্ম, সাইট সিকিউরিটি,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সাইট ব্যাকআপ ইত্যাদি ।

অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্রাইস রেঞ্জে ওয়ার্ডপ্রেস প্লাগিন পাওয়া যায়, আমরা সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব । তার আগে জেনে নিই যে একটি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কেন প্লাগিন ইউজ করা ইম্পোর্ট্যান্ট ।

কেন আপনি প্লাগিন ইউজ করবেন ??

অলরেডি আমরা জেনে গেছি ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস একটি বেস্ট প্ল্যাটফর্ম । যাইহোক, আপনি যদি সত্যিই একটি ইউনিক ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্লাগিনের বিকল্প নাই । আর সেটা ব্লগ সাইট-ই হোক আর ই-কমার্স সাইট-ই হোক ।

ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ব্যাবহার করার কয়েকটি কারণ :

  •  কিছু কিছু প্লাগিন আপনি নির্দিস্ট কিছু কাজের জন্য ইউজ করতে পারবেন যেগুলো আপনার জন্য দরকারি ।
  • কিছু কিছু প্লাগিন ওয়েবসাইটের পার্টিকুলার অংশ তৈরি করার কাজে ব্যাবহার করতে পারবেন । যেমনঃ- Page builder প্লাগিন ।
  • প্লাগিন ব্যাবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে আরও বেশি সিকিউর এবং আরও বেশি ফাস্ট করতে পারবেন ।

 

কিভাবে বেস্ট প্লাগিন চুজ করবেন ??

যখন আপনি কোন প্লাগিনের জন্য সার্চ করবেন তখন নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন :

  • প্লাগিনটা আপনার ওয়েবসাইটের জন্য দরকারি কিনা ।
  • ভালো ইউজার রিভিউ এবং ভালো রেটিং এবং প্লাগিনটি ওভারঅল পপুলার কিনা ।
  • প্লাগিনের প্রাইস এবং প্ল্যান ।
  • অন্ত্যত প্রতি ছয় মাসে প্লাগিনটি আপডেট হচ্ছে কিনা ।

ইন্টারনেটে অনেক স্টোর, ডিরেক্টরি এবং ডেভেলপারদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি প্লাগিন পেতে পারেন ।

  • ফ্রী প্লাগিনের জন্য আমরা আপনাকে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল WordPress.org Plugin Directory রিকম্মেন্ড করবো ।
  • আপনি যদি পেইড প্লাগিন খুঁজেন তাহলে CodeCanyon এর প্লাগিনগুলো দেখতে পারেন ।

এখনও বুঝতে পারছেন না ?? যে একচুয়েলি কোন প্লাগিনগুলো আপনার জন্য বেস্ট হবে ?? ডোন্ট ওরি, এই আর্টিকেলে সেরা নয়টি পপুলার এবং আমাদের ফেভারিট প্লাগিনগুলো নিয়ে এসেছি ।

২০১৯ সালের সেরা ৯ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন !!

এই লিস্টের প্লাগিনগুলো নতুনরা এবং অ্যাডভান্সরা উভয়েই ব্যাবহার করতে পারবেন ।

1. Jetpack

Jetpack একটি অল-ইন-ওয়ান প্লাগিন যেটি ওয়ার্ডপ্রেসের ডেভেলপাররা (Automattic) তৈরি করেছে । এটি একটি প্যাকেজ প্লাগিন । এটাতে আপনি একসাথে অনেকগুলো সুবিধা পাবেন । যেমন contact forms, site security, user engagement options, site backups এবং আরও অনেক কিছু ।

এর প্রিমিয়াম ভার্সনে আপনি আরও কিছু ইন্টারেস্টিং ফিচার্স পাবেন । যেমন ঃ- সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্ক পাবেন, ভালো কিছু অ্যাডভার্টাইজিং টুলস পাবেন ইত্যাদি । Jetpack প্রিমিয়াম ভার্সনের জন্য আপনাকে প্রতি বছর $২৯৯ পে করতে হবে ।

Jetpack এ যা যা পাবেন :

  • ব্রুট ফোর্স অ্যাটাক থেকে আপনার সাইটকে রক্ষা করতে পারবেন ।
  • আপনার সাইটে two-factor authentication যোগ করে আপনার সাইটের নিরাপত্তা বাড়াতে পারবেন ।
  • Analytics এবং Social sharing এর জন্য কিছু ইন্টারেস্টিং টুলস পাবেন ।

Price: Freemium | More information

2. Yoast SEO

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন Search Engine Optimization (SEO) একটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । সার্চ ইঞ্জিনে সাইটকে র‍্যাঙ্ক করাতে না পারলে ভালো ট্র্যাফিক বা পপুলারিটি পাবেন না । ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা মোটামুটি কঠিন কাজ । প্রফেশনাল SEO এক্সপার্টদের দিয়ে সাইটকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করাতে হয় । কিন্তু Yoast SEO প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এমন সব টুলস প্রোভাইড করবে যা দিয়ে আপনি সহজেই আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করাতে পারবেন ।

Yoast SEO এ যা যা পাবেন :

  • আপনার সাইটের টাইটেল, ইউআরএল, মেটা ডাটা ইত্যাদি অপটিমাইজ করতে পারবেন ।
  • আপনার পোস্ট, পেইজ, পয়েন্ট এগুলো এনালাইজ করতে পারবেন ।
  • কোন কোন পেইজগুলো সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবেন আর কোনগুলো করবেননা তা কন্ট্রোল করতে পারবেন ।

Price: Freemium | More information

3. Contact Form 7

এই প্লাগিনটি দ্বারা আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে বিভন্ন ধরণের ফর্ম তৈরি করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন । যেমনঃ- লগিন ফর্ম, সাইন আপ ফর্ম ইত্যাদি ।

Contact Form 7 এ যা যা পাবেন:

  • কন্টাক্ট ফর্ম তৈরি করে সেগুলো আপনার পোস্টে এবং পেইজে ইনসার্ট করতে পারবেন ।
  • ফর্মগুলোতে reCAPTCHA সল্যুশন যোগ করতে পারবেন ।
  • ফর্মে ইউনিক ফিল্ড তৈরি করতে পারবেন ।

Price: Free | More information

4. WooCommerce

একটি কথা, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ই-কমার্স সাইট তৈরি করার এবিলিটি নাই । এজন্যই এই প্লাগিনটা অনেক পপুলার । ই-কমার্স সাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় এই প্লাগিনটি দ্বারা আপনি একটি অনলাইন-স্টোর তৈরি করতে পারবেন যেখানে আপনি আপনার পণ্য সেল করতে পারবেন । এই প্লাগিনটি তৈরি করেছে Automattic ডেভেলপার কোম্পানি । তারা এই প্লাগিনটির সাথে আরও কিভহু ফ্রী টুলস প্রোভাইড করবে যা আপনার সাইতের ইম্প্রোভমেন্টে হেল্প করবে ।

WooCommerce এ যা যা পাবেন :

  • আপনার সাইটে ডিজিটাল পণ্য প্রদর্শন ও সেল করতে পারবেন ।
  • পেমেন্ট এবং শিপিং অপশন ।
  • এই প্লাগিনে আরও অনেক এক্সটেনশন ইউজ করতে পারবেন ।

Price: Freemium | More information

5. The Events Calendar

ওয়েবসাইটে ইভেন্ট লিস্ট প্রদর্শন করানোর জন্য অনেক অনেক প্লাগিন রয়েছে । এগুলোর মধ্যে The Events Calendar অন্যতম বেস্ট একটি প্লাগিন । কারণ এটা ইউজ করা একদম সিম্পল, হাইলি কাস্টমাইজেবল, এবং খুব সহজেই আপডেট করা যায় ।

The Events Calendar এ যা যা পাবেন :

  • ইভেন্ট তৈরি করা এবং তা ক্যালেন্ডারে যোগ করা ।
  • ভিজিটররা বিভিন্ন স্টাইলে ক্যালেন্ডারগুলো অ্যাক্সেস করতে পারবে ।
  • সার্চ ফাংশন এবং ম্যাপ ।

Price: Free | More information

6. Slider Revolution

ওয়ার্ডপ্রেসের পেইড প্লাগিনগুলোর মধ্যে অনুতম পপুলার একটি প্লাগিন হলো Slider Revolution । এই প্লাগিনটি দ্বারা আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন স্টাইলের স্লাইডার তৈরি করতে পারবেন । বিভিন্ন স্টাইলে আপনার পোস্টগুলো শো করাতে পারবেন । এটি একটি প্রিমিয়াম প্লাগিন । এর জন্য আপনাকে $২৫ ডলার পে করতে হবে ।

Slider Revolution এ যা যা পাবেন :

  • সহজে কাজ করার জন্য একটি ভিজুয়াল ড্র্যাগ এন্ড ড্রপ এডিটর পাবেন ।
  • আপনার সাইটে sliders, carousels, এবং hero scenes যোগ করতে পারবেন ।
  • হোম পেইজ ডিজাইন করার জন্য একটি সহজ এডিটর পাবেন ।

Price: $25 | More information

7. Easy Social Share Buttons for WordPress

সোশ্যাল মিডিয়া ছাড়া ইন্টারনেটে ইম্প্রোভ করা অনেক কঠিন । তাই সোশ্যাল মিডিয়ার সাথে আপনার ওয়েবসাইট ইনটিগ্রেড করার জন্যই এই প্লাগিনটি তৈরি করা হয়েছে । এই প্লাগিনটি দ্বারা আপনি সোশ্যাল শেয়ার বাটন তৈরি করতে পারবেন যা দ্বারা ভিজিটররা আপনার সাইটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে ।

Easy Social Share Buttons for WordPress এ যা যা পাবেন :

  • পোস্টে এবং পেইজে সোশ্যাল শেয়ার বাটন তৈরি করতে পারবেন ।
  • ৫২+ ডিজাইনে বাটনগুলো তৈরি করতে পারবেন ।
  • ৫০+ সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট ইনটিগ্রেড করা ।

Price: $19 | More information

8. Akismet

অনেকক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সাথে এই প্লাগিনটি প্রি-ইন্সটল করা থাকে । এই প্লাগিনটি দ্বারা ভিজিটররা আপনার কন্টেন্টের জন্য কমেন্ট সাবমিট করতে পারবে । আবার কেউ যাতে স্প্যাম না করতে পারে সে জন্যও প্লাগিনটি আপনাকে হেল্প করবে । অলমোস্ট সকল ওয়েবসাইটের জন্য এর ফ্রী ভার্সনটিই এনাফ, তাছাড়া এর প্রিমিয়াম ভার্সনও আছে যেটা আপনার বিজনেসের জন্য ব্যাবহার করতে পারেন ।

Akismet এ যা যা পাবেন :

  • অটোমেটিক কমেন্ট চেক করা এবং স্প্যাম ফিল্টার করা ।
  • সহজেই স্প্যাম মার্ক করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন ।
  • প্রতিনিয়তই এর রেগুলার আপডেট পেয়ে যাবেন ।

Price: Freemium | More information

9. UpdraftPlus

আপনি সাইটটি যেকোন ধরণের হোক না কেন এটি ব্যাকআপ করা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ওয়েবসাইট ব্যাকআপ করে রাখার জন্য UpdraftPlus একটি মোস্ট পপুলার প্লাগিন । এটা ইউজ করা একদম সিম্পল, ফাইলগুলো স্টোর করার জন্য পাবেন প্রচুর অপশন এবং অন্যান্য ব্যাকআপ প্লাগিনগুলোর চেয়ে এটাতে বেশি ফাংশনালিটি পাবেন ।

UpdraftPlus এ যা যা পাবেন :

  • এক ক্লিকেই ব্যাকআপ এবং রিস্টোর ।
  • ড্রপবক্স, গুগল ড্রাইভে স্টোর করার অপশন ।
  • অটোমেটিক ব্যাকআপ শিডিউল ।

Price: Freemium | More information

ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে কোন প্রশ্ন ?? কমেন্টে জানান ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar