ad720-90

ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য আমার দেখা সেরা পাঁচ (৫) সাইট | Techtunes


ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য নেটে হাজার হাজার ওয়েবসাইট আছে। একজন ওয়েব ডিজাইনার হিসেবে সফল হবার জন্য নিজেকে প্রতিনিয়ত ট্রেন্ডের সাথে আপডেট রাখতে হয়। আর ট্রেন্ডের সাথে আপডেট হতেই অন্যান্য ডিজাইনারদের নতুন নতুন ডিজাইন দেখতে হয়। আমার দেখা সেরা পাঁচ ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন সাইট নিয়ে আজকে আলোচনা করবো।

এই সাইটটি আমার দেখা সেরা ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন সাইট। সাইটটিতে ১১৮ টি ক্যাটাগরিতে প্রায় ৩০ হাজারের বেশি ডিজাইন আছে। এছাড়াও সাইটটিতে সাল অনুযায়ী ডিজাইন দেখা যায়।

এটি মূলত ওয়েবসাইট কম্পিটিশন টাইপের একটি সাইট। সাইটটি যেহেতু এওয়ার্ড দেয়, সেজন্য এখানে বেশ হাই কোয়ালিটি ডিজাইন সাবমিট হয়। জুরিদের ভোটে সাইটগুলো নির্বাচিত হয় বলে এখান থেকে মানসম্মত ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়।

এটি অনেকটা Awwwards এর মতই। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ডিজাইন ব্রাউজ করা যায়। মানসম্মত এবং ট্রেন্ডি ডিজাইন আপলোড হয় বলে সাইটটি ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য বেশ কাজের একটি জায়গা।

Behance  মুলত Adobe পরিচালিত একটি পোর্টফোলিও সাইট। এটিতে ওয়েব ডিজাইন ছাড়াও সব ধরনের ডিজাইন আপলোড হয়। সাইটটির Discover অংশে খুব সহজেই হাজার হাজার ওয়েবসাইট ডিজাইন খুজে পাওয়া যায়।

এটি মূলত একটি template store. এখানে বেশ মানসম্মত ডিজাইন বিক্রয়ের জন্য রাখা আছে। সাইটটিতে প্রায় ২৫ হাজারের অধিক ডিজাইন টেম্পলেট আছে, যেখান থেকে ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়। এ সাইটগুলো ছাড়াও আরো অনেক সাইট আছে, যেখান থেকে ওয়েব ডিজাইন ইন্সপায়ারেশন পাওয়া যায়।

ধন্যবাদ সবাইকে।

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar