ad720-90

নতুন আইফোনে আসতে পারে ডুয়াল সিম


চলতি
বছরের শুরুতেই আইফোনে ডুয়াল সিম সমর্থন নিয়ে গুজব শুরু হয়। এবার আইওএস ১২ বেটা সংস্করণ
এই গুজবকে আরও জোড়ালো করেছে।

সেপ্টেম্বরে
৬.৫ ইঞ্চি ওলেড পর্দার নতুন ‘আইফোন X প্লাস’ উন্মোচন করতে পারে অ্যাপল। ধারণা করা হচ্ছে
নির্দিষ্ট কিছু অঞ্চলে এই আইফোনটিতেই ডুয়াল সিম সমর্থন আনবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট
প্রতিষ্ঠানটি– খবর ভার্জের।

অ্যাপলবিষয়ক
খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার উন্মুক্ত করা হয়েছে আইওএস ১২ ডেভেলপার
বেটা ৫। নতুন এই অপারেটিং সিস্টেমে পাওয়া গেছে ডুয়াল সিম সমর্থনের ইঙ্গিত।

নতুন
আইফোনে ডুয়াল সিমের জন্য আলাদা সিম ট্রে থাকবে বলেও জানানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে
ডুয়াল সিম সমর্থন একটি সিম ট্রে এবং ইসিম সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

আইওএস
১২ বেটা সংস্করণের এই তথ্য সঠিক বলে ধরে নেওয়া যায়, কারণ এর আগেও বেটা সংস্করণে পরবর্তী
হার্ডওয়্যার বা সফটওয়্যার সমর্থনের তথ্য দিয়েছে অ্যাপল।

পূর্বে
অ্যাপল হোমপডের ফার্মওয়্যারে আইফোন X এর পর্দার নকশা পাওয়া গেছে। এছাড়া আইওএস ১১ বেটা
সংস্করণে ফেইস আইডি, অ্যানিমোজি এবং আপডেটেড এয়ারপড-এর ইঙ্গিত পাওয়া গেছে।

সেপ্টেম্বর
মাসে উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে নতুন
তিনটি আইফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar