ad720-90

নতুন রূপে আসছে ক্রোম


গুগল
ক্রোমের সর্বশেষ এন্টারপ্রাইজ রিলিজ নোটে দেখা গেছে সামনের মাসেই ক্রোম ম্যাটিরিয়াল
ডিজাইন নতুন করে সাজানো হবে। ক্রোম ৬৯ আপডেটে নকশায় পরিবর্তনগুলো দেখা যাবে বলে প্রতিবেদনে
জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ক্রোমের
নতুন ডেস্কটপ নকশায় আরও গোলাকার ও সাদা চেহারা প্রকাশ পাবে। কিন্তু ক্রোমের আইওএস-এর
জন্য রাখা মোবাইল সংস্করণে নকশায় অনেক বেশি পরিবর্তন করা হয়েছে।

গুগল
এতে ন্যাভিগেশন নিয়ন্ত্রণ স্ক্রিনের একদম নিচে সরিয়ে দিচ্ছে। এর ফলে এটি এক হাতে ব্যবহার
আরও সহজ হবে ও এতে আগের চেয়ে লম্বা ডিসপ্লে পাওয়া যাবে। ব্যবহারকারীরা ইতোমধ্যে ডেস্কটপ
আর মোবাইল ডিভাইসে ক্রোম ৬৮ সংস্করণে এই পরিবর্তনের কিছু ফিচার চালু করতে পারবেন।    

নকশায়
পরিবর্তনের পাশাপাশি উইন্ডোজ ১০ নোটিফিকেশন সমর্থন, উইন্ডোজ ১০-এ টাচপ্যাড জেশ্চার
ন্যাভিগেশন এবং সাধারণ অটোফিল ফিচার উন্নত করা হবে বলেও জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar