ad720-90

আটলান্টিকে গেলেন ফেইসবুকের সংবাদপণ্য প্রধান


বুধবার মার্কিন সাপ্তাহিক অ্যাডউইক-এর প্রতিবেদনে বলা হয়, “আটলান্টিকে তিনি পণ্য, প্রকৌশল, ডেটা আর উন্নয়ন দলগুলো আর যেভাবে আটলান্টিক ডিজিটাল ভোক্তা আয়ের লক্ষ্য পদক্ষেপ নিচ্ছে সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন।”

হার্ডিম্যানের অধীনে কর্মী সংখ্যা শেষ এক বছরের তুলনায় দ্বিগুণ হবে বলে জানিয়েছে আটলান্টিক।

অ্যাডউইক-এর প্রতিবেদনে বলা হয়, এর আগে কিম লাও-এর অধীনে ছিল এমন অনেক দায়িত্ব হার্ডিম্যান-এর অধীনে যাচ্ছে। কিম লাও চলতি বছর গ্রীষ্মে ডিজিটাল-এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থেকে কৌশল ও পরিচালনা বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, হার্ডিম্যান ২০১৬ সালে ফেইসবুকে যোগ দেন। সে সময় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি ‘ভুয়া সংবাদ’ ছড়ানো নিয়ে সৃষ্ট সমালোচনা মোকাবেলা করছিলেন।

ফেইসবুকের এক প্রতিনিধি বলেছেন, “অ্যালেক্স একজন সত্যিকার নেতা ছিলেন যিনি একটি চমৎকার দল বানিয়েছিলেন।”

এর আগে হার্ডিম্যান নিউ ইয়র্ক টাইমস-এর এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar