ad720-90

বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি জাপানের রাস্তায়


প্রথমবারের মতো জাপানের রাজধানী টোকিও’র রাস্তায় সফলভাবে চালকবিহীন ট্যাক্সি চলাচল করেছে। ২০২০ সালে টোকিও’য় গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় অ্যাথলেট ও পর্যটকদের বহনের জন্য এই ট্যাক্সি পুরোপুরি ব্যবহার উপযোগী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

স্বচালিত ড্রাইভিং প্রযুক্তির ডেভেলপার জেএমপি এবং ট্যাক্সি কোম্পানি হিনোমারু কোতসু চলতি সপ্তাহে টোকিও’র রাস্তায় এটির পরীক্ষা চালিয়েছে।

দ্য টেলিগ্রাফ সূত্রে জানা যায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এবং উবার যৌথভাবে স্বচালিত গাড়ি তৈরির ব্যাপারে তাদের প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দেয়ার পরই জেএমপি এবং হিনোমারু কোতসু এই পরীক্ষা চালালো।

তবে,  দুর্ঘটনা এড়াতে গাড়ির ভেতর একজন চালক ও একজন অ্যাসিস্টেন্ট ছিল।যাত্রীরা নিজেরাই গাড়ির দরজা খুলেছেন এবং স্মার্টফোনের অ্যাপের সাহায্যে দেড় হাজার ইয়েন ভাড়া পরিশোধ করেছেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar