ad720-90

আইওএস-এ এলো অপেরা টাচ


চলতি বছর এপ্রিলে অ্যান্ড্রয়ডের জন্য
অপেরা টাচ আনা হয়। সোমবার আইফোন ব্যবহারকারীদের জন্য অপেরা টাচ-এর সংস্করণ আনার ঘোষণা
দেয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এখন আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোর
থেকে অপেরা টাচ ডাউনলোড করতে পারবেন।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে
বলা হয়, আইফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে ও উচ্চ মান ধরে রাখতে নান্দনিকভাবে সাজানো
হয়েছে অপেরা টাচ। এর সঙ্গে অপেরার উন্নত প্রযুক্তি সমন্বয় করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

অপেরা টাচ-এর পণ্য ব্যবস্থাপক ম্যাসিজ
কোসেম্বা বলেন, “আমরা একদম অ্যাপলের নতুন ‘আইফোন Xএস’, ‘Xএস ম্যাক্স’ এবং ‘Xআর’-এর
আসার সময়ে ‘অপেরা টাচ’ বের করছি কারণ আমরা বিশ্বাস করি নতুন এই ডিভাইসগুলোকে সত্যিই
উজ্জল করে তুলতে আমাদের ব্রাউজার একদম যথাযথ।”

প্রতিষ্ঠানটি জানায়, অপেরা টাচ ২০১৮
সালে এর অনন্য ইউজার ইন্টারফেইসের জন্য রেড ডট কমিউনিকেশন ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar