ad720-90

৩৪ বিলিয়ন ডলারে রেড হ্যাট কিনে নিচ্ছে আইবিএম


টাকার অংকের বিচারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের ইতিহাসে
তৃতীয় বড় হাতবদল এটি। আর আইবিএমের ক্ষেত্রে সবচেয়ে বড় অধিগ্রহণ।

আইবিএমের প্রধান নির্বাহী জিনি
রমেটি গত সোমবার সিএনবিসিকে বলেন, রেড হ্যাট কিনে নেওয়ার জন্য আইবিএম যে ৬৩ শতাংশ
‘প্রিমিয়াম’ দিচ্ছে, তা এর ‘ন্যায্য দামই’। 

রেড হ্যাটের প্রতিটি শেয়ারের জন্য নগদ ১৯০
ডলার দেবে আইবিএম। পুঁজিবাজারে রেড হ্যাট এর আগে যত দামে বিক্রি হচ্ছিল, এই অর্থ তার
চেয়ে ৬৩ শতাংশ বেশি।

এর আগে ২০১৫ সালে পারসোনাল কমপিউটার নির্মাতা প্রতিষ্ঠান
ডেল ৬৭ বিলিয়ন ডলারে ইএমসি ডেটা স্টোরেজ কিনেছিল। আর ৩৭ বিলিয়ন ডলারে ব্রডকমকে কিনে
নিয়েছিল সেমিকনডাক্টর কোম্পানি আভাগো।

ছয় বছর আগে আইবিএমের প্রধান নির্বাহীর পদে আসার পর কোম্পানির
ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতে ক্লাউড প্রযুক্তিতে জোর দিয়েছিলেন জিনি রমেটি।

আর রোববার রেড হ্যাটের মালিকানা হাতবদলের খবর জানিয়ে প্রতিষ্ঠানটির
এক টুইটে বলা হয়, এর মধ্য দিয়ে আইবিএম বিশ্বের শীর্ষ হাইব্রিড ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে
পরিণত হচ্ছে।

১০৭ বছরের পুরনো প্রতিষ্ঠান আইবিএমও এক টুইটে বলেছে, হাইব্রিড
ক্লাউড সেবার  ‘এক নম্বর’ স্থানটি এখন তাদেরই
দখলে।

 

ফোর্বসের ‘পাওয়ার উইমেন ২০১৭’ তালিকায় সেরা
দশে থাকা জিনি রমেটি বলেন, কগনিটিভ ও ক্লাউড প্রযুক্তিই আইবিএমের ভবিষ্যত।
আর আইবিএমকে আরও উপরে তুলে ধরতেই তারা রেডহ্যাট কিনছেন। 

রেড হ্যাটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জিম হোয়াইট হার্স্ট
তার কর্মীদের এক ইমেইলে বলেছেন, এতদিন তারা যা করে আসছিলেন তার পরিসর ও গতি অনেক বেড়ে
যাবে আইবিএমের সঙ্গী হওয়ায় কারণে।   

অবশ্য আইবিএমের
অধীনে রেড হ্যাটের নিজস্বতা কতটুকু আগের মত থাকবে সে বিষয়ে কর্মীদের অনেকেরই সন্দেহ
রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে
প্রযুক্তিবিষয়ক
সাইট জেডডিনেট।

বাংলাদেশের
ট্যাপওয়্যার সলিউশনস লিমিটেডের
প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিটন মোহাম্মদ কামরুজ্জামান মনে
করছেন, রেড হ্যাটের মালিকানা আইবিএমের হাতে যাওয়ায় এ দেশের প্রযুক্তি কর্মীদের
কাজের ক্ষেত্র আরও বড় হওয়ার সুযোগ আসতে পারে।

“…আমাদের দেশে অনেক রেড হ্যাট সার্টিফায়েড আছেন। যেহেতু রেড
হ্যাটের চেয়ে  আইবিএমের
মার্কেটিং এবং সেলস টিম অনেক শক্তিশালী,
তাই রেড হ্যাট সার্টিফায়েডদের জন্য অবশ্যই সুযোগ বাড়বে।
দেশে তেমন না হলেও বিদেশে সম্ভাবনা অনেক।”

আর আইবিএম
বাংলাদেশের সাবেক কর্মী আশফাকুর রহমান বলেন, দুই প্রযুক্তি প্রতিষ্ঠান যার যার ক্ষেত্রে
সামনের সারিতে রয়েছে। ফলে রেডহ্যাটের মালিকানা হাতে পাওয়ায় আইবিএম আগামীতে প্রযুক্তির
ব্যবসায় আরও প্রভাব বিস্তার করবে।

“ওপেন সোর্স নেটওয়ার্কের সাথে আইবিএমের কাজের ইতিহাস অনেক দিনের। অন্যদিকে রেড হ্যাট নিজেদেরকে অপারেটিং
সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ না রেখে
কাজ করেছে ডেটাবেজ, মিডলওয়্যার,
ই-ক্লাউড প্লাটফর্ম নিয়ে। এই দুই টেক-জায়ান্ট একই সাথে
কাজ করা মানে হাইটেক ওপেন সোর্স প্রোডাক্ট ও সার্ভিসের একচেটিয়া আধিপত্যের সম্ভাবনা।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar