ad720-90

আচমকাই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল ফেসবুক ও ইনস্টাগ্রাম


লাস্টনিউজবিডি,২১ নভেম্বর: বিশ্বের সর্ববৃহৎ সামাজিকমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম হঠাৎ করেই অকার্যকর হয়ে পড়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর বিশ্বব্যাপী সামাজিকমাধ্যম দুটিতে এ সমস্যা দেখা দেয়।

এ সময় থেকে রাত ১১টা অবধি অনেকেরই ফেসবুক খুলছিল না। লগ আউট করতে চাইলে হচ্ছিল না কিছুই। পেজ রিফ্রেশ করেও কোনও ফল মিলছিল না? চাকা শুধু ঘুরছিলই অবিরত।

ফেসবুকের পেজে কোনো ফিচার ব্যবহার করতে গেলে হোম পেজে ‘সার্ভিস আনএভেইলেবল’ লেখা প্রদর্শন করে।

এদিকে ইনস্টাগ্রামের লগইন করার চেষ্টা করা হলে ‘দ্য ওয়েব সার্ভিস উডনট লোড’ (এই ওয়েবসাইট লোড নেয়া সম্ভব হচ্ছে না) লেখা প্রদর্শন করে। অনেকেই মোবাইলে কল করে নিশ্চিত হচ্ছিলেন এ সমস্যা শুধু তারই কিনা।

তবে বাংলাদেশ সময় রাত ১১টার পর ফেসবুক ও ইন্সটাগ্রামে আর এ সমস্যাটি দেখা যায়নি।

জানা গেছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম অকার্যকর হয়ে পড়েছিল ভারত, বাংলাদেশ, ব্রাজিল, জাপান ও ইউরোপের বেশ কিছু অংশে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার দুপুর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এই সমস্যা শুরু হয়। রিপোর্টে প্রকাশ, লক্ষ লক্ষ ব্যবহারকারী এই সমস্যায় পড়েছিলেন।

ইতোমধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের নেটিজেনদের অনেকেই এমন বিড়ম্বনায় নিজেদের ক্ষোভ ঝেড়েছেন ফেসবুক ও টুইটারে।

ঠিক কী কারণে ফেসবুক আর ইনস্টাগ্রামে এই সমস্যা দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়।
ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখনবধি এর কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন সমস্যা এটাই প্রথম নয়। এর আগেও চলতি বছরের শুরুতে ব্রিটেনে যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুক পরিষেবা অকর্যকর হয়ে গিয়েছিল।

সেবার ‘জাভাস্ক্রিপ্ট’ কোডে সমস্যার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

লাস্টনিউজবিডি/তাওহীদ

Print Friendly, PDF & Email





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar