ad720-90

এবার হুয়াওয়ের নজরও পাঁচ ক্যামেরায়


আগের বছর পেছনে তিন ক্যামেরার বিশ্বের
প্রথম স্মার্টফোন পি২০ প্রো উন্মোচন করে চীনা প্রতিষ্ঠানটি। ডিভাইসটি দিয়ে ভালো সাফল্যও
পেয়েছে তারা। এবার তাই নতুন ফোনের পেছনে পাঁচ ক্যামেরা লেন্স আনার কথা ভাবছে হুয়াওয়ে।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, পেছনে
পাঁচ ক্যামেরা লেন্স ব্যবস্থার জন্য সিআইএনপিএ (চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি
অ্যাডমিনিস্ট্রেশন)-এর কাছে পেটেন্ট আবেদন করেছে হুয়াওয়ে।

এর আগে এলজি তাদের ভি৪০ থিনকিউ ফোনে
মোট ৫টি ক্যামেরা আনে যেটির পেছনে তিনটি ও সামনে দুই ক্যামেরা ছিল। আর হুয়াওয়ে কেবল
পেছনেই পাঁচ ক্যামেরার পেটেন্ট আবেদন করলো।

ধারণা করা হচ্ছে নতুন মেইট ৩০ প্রো’র
পেছনে ত্রিভুজাকার পাঁচ ক্যামেরা লেন্স ব্যবস্থার সঙ্গে এলইডি ফ্ল্যাশ রাখা হবে।

প্রতিষ্ঠানের বর্তমান ফ্ল্যাগশিপ
মেইট ২০ প্রো-তে রয়েছে তিন ক্যামেরা এবং ৭ ন্যানোমিটার কিরিন ৯৮০ প্রসেসরের মতো উচ্চমানের
যন্ত্রাংশ।

পি২০, মেইট ২০ এবং নোভা সিরিজের সাফল্যে
২০১৮ সালের ডিসেম্বর নাগাদ প্রতিষ্ঠানের স্মার্টফোন সরবরাহ ২০ কোটি ছাড়ায়। এতে চীনা
প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন রেকর্ড গড়ে হুয়াওয়ে।

২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলকে
টপকে দ্বিতীয় বৃহত স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের তকমা পায় হুয়াওয়ে। পরবর্তীতে তৃতীয়
প্রান্তিকে স্মার্টফোন বাজারের ১৪.৬ শতাংশ দখলে নিয়ে আবারও অ্যাপলের আগে অবস্থান নেয়
প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট
রিসার্চ-এর তথ্যানুসারে, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে প্রথমবারের মতো দুই অঙ্কের ঘরে
উঠেছে হুয়াওয়ের প্রিমিয়াম স্মার্টফোন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar