ad720-90

ব্যানারে অ্যামজন, গুগলকে অ্যাপলের খোঁচা


এবারের
সিইএস-এ বড় চমক থাকছে অ্যামাজন ও গুগলের। ধারণা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের ‘খোঁচা’
দিতেই ব্যানারে বার্তা দিয়েছে অ্যাপল।

১৩
তলা লম্বা এই ব্যানারে লেখা হয়েছে, “আপনার আইফোনে যা হয়, তা আপনার আইফোনেই থাকে।” আর
এতে ইউআরএল দেওয়া হয়েছে অ্যাপলের গোপনীয়তাবিষয়ক ওয়েবসাইটের।

বিশেষভাবে
ফোনের জন্য ব্যানারটি দেওয়া হলেও বিস্তৃত পরিসরে স্মার্টফোন খাতে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী
প্রতিষ্ঠানগুলোর জন্যই এই বার্তা, মন্তব্য করা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে।

অ্যাপলের
বার্তায় প্রতিষ্ঠানের মনোভাব স্পষ্ট, আমরা আপনার ডেটা বিক্রি করি না, যেখানে অ্যামাজন
এবং গুগল আপনার ডেটা ব্যবহার করে, কখনও আপনার ডেটা বিক্রি করা হয় আপনার অজান্তেই।

বলা
হচ্ছে, এবারের সিইএস-এ অ্যামাজন ও গুগলের অনেক ঘোষণা আসবে। উভয় প্রতিষ্ঠানের অংশীদার
পণ্যনির্মাতা যারা নিজেদের ডিভাইসে অ্যামাজন অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্ট বিল্টইন
হিসেবে যুক্ত করে দেয়, তারাও ঘোষণা দেবে নতুন সব ডিভাইসের। অর্থাৎ অ্যামাজন অ্যালেক্সা
ও গুগল অ্যাসিস্টেন্টওয়ালা অনেক ডিভাইস আসবে এ মেলায়। আর আগের বছরের চেয়ে এবারের সিইএস-এ
উপস্থিতি তিন গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে গুগল।

অন্যদিকে
এআই স্পিকারের দিক থেকে কিছুটা রক্ষণাত্মকভাবে এগোচ্ছে অ্যাপল। গুগল হোম বা অ্যামাজন
ইকো’র মতো জনপ্রিয়তা পায়নি অ্যাপলের হোমপড।

গবেষণা
প্রতিষ্ঠান ক্যানালিস-এর নভেম্বর ডেটা অনুযায়ী এআই স্পিকার বাজারের ৩১.৯ শতাংশ ছিল
অ্যামাজনের দখলে। আর গুগলের দখলে ছিল ২৯.৮ শতাংশ। অন্যদিকে এই খাতে এখনও বড় প্রতিদ্বন্দ্বী
হয়ে উঠতে পারেনি অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar