ad720-90

মাইক্রোএলডি মডিউলার টিভি দেখালো স্যামসাং


এক
দশকের বেশি সময়ে মাইক্রোএলইডি হলো টিভির জন্য নতুন পর্দার প্রযুক্তি। শীঘ্রই ওলেড এবং
এলসিডি পর্দার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামতে পারে এটি।

স্যামসাংয়ের
দেখানো ৭৫ ইঞ্চি মাইক্রোএলডি টিভিই সবচেয়ে ছোট টিভি যেখানে ৪কে রেজুলিউশান রয়েছে। যদিও
ওলেড এবং এলসিডি পর্দার রেজুলিউশান ইতোমধ্যেই ৮কে হয়েছে।

নতুন
মাইক্রোএলইডি পর্দায় ছোট ছোট আলাদা লাখো পিক্সেলের সাহায্যে একটি এলডি তৈরি করা হয়।
এরপর আলাদা আলাদা এলডি জুড়ে তৈরি হয় টিভির বড় পর্দা। স্যামসাংয়ের দাবি, ওলেডের মতোই
ভালো মানের ছবি দেখাবে নতুন মাইক্রোএলইডি টিভি। এ ছাড়া দারুণ উজ্জ্বলতার পাশাপাশি
‘বার্ন-ইন’ সমস্যা এতে কম হবে বলে ধারণা করা হচ্ছে।

ভালো
মানের ছবির সঙ্গে নতুন এই টিভির আরেকটি সুবিধা হলো এটি মডিউলার। মাইক্রোএলডি’র প্রতিটি
প্যানেল আলাদাভাবেও কাজ করানো যাবে। আবার এগুলো একসঙ্গে জুড়ে বিশাল পর্দা বানানো যাবে।
আবার চাইলে বিভিন্ন আকারের ছোট ছোট পর্দাও বানানো যাবে।

এর
আগে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয় ২০১৯ সালেই বাজারে আসবে নতুন মাইক্রোএলইডি টিভি।
তবে এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ বা পণ্যের বাজারমূল্য জানানো হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar