ad720-90

রাশিয়ার মহাকাশ টেলিস্কোপের সংযোগ  বিচ্ছিন্ন


পৃথিবীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মহাকাশে স্থাপিত রাশিয়ার একমাত্র মহাকাশ টেলিস্কোপের। এটি পৃথিবী থেকে পাঠানো নির্দেশে আর সাড়া দিচ্ছে না।

পাঁচ বছরের স্থায়ীত্বকাল পার হওয়ার অনেক পরও টেলিস্কোপটি কার্যকরী ছিল বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকোসমোস। স্পিকতার-আর প্রকল্পের গবেষণা প্রধান ইউরি কোভালেভ জানিয়েছেন, ১১ জানুয়ারি সকাল থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, তবে ‘এখনো আশা আছে’।

স্পিকতার-আর ২০১১ সালে মহাশূন্যে প্রেরণ করা হয়েছিল।

স্পিকতার-আর নামের এই উপগ্রহটির যোগাযোগ যন্ত্রপাতির কিছু অংশ কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন অ্যাস্ট্রো স্পেস সেন্টারের প্রধান নিকোলাই কারদাশেভ। তবে এটি এখনো বৈজ্ঞানিক তথ্য প্রেরণ করছে বলে দাবি করছেন রাশিয়ান বিজ্ঞানীরা।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar