ad720-90

ফরাসি সরকারকে কর পরিশোধে অ্যাপলের চুক্তি


বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়, “বহুজাতিক প্রতিষ্ঠান হওয়ায় বিশ্বজুড়ে আর্থিক সংস্থাগুলো  নিয়মিতভাবে অ্যাপলে নিরীক্ষা চালায়।”

“ফরাসি কর বিভাগ সম্প্রতি প্রতিষ্ঠানের ফরাসি অ্যাকাউন্টের কয়েক বছরের নিরীক্ষা শেশ করেছে এবং এর বিস্তারিত তথ্য আমাদের পাবলিক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।”

ফরাসি অর্থমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নজুড়ে (ইইউ) ডিজিটাল কর ব্যবস্থায় জোর দেওয়ায় ফরাসি সরকরারের চাপের মধ্যে রয়েছে অ্যাপল।

এই কর ব্যবস্থায় অ্যাপল, গুগল, ফেইসবুক ও অ্যামাজনের মতো জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইন আয়ের তিন শতাংশ কর দিতে হবে। ইতোমধ্যে এই কর ব্যবস্থায় আপত্তিও জানিয়েছে ইইউয়ের আওতাধীন কিছু দেশ।

এর আগে ২০১৬ সালে আইরিশ সরকারকে ১৪৫০ কোটি মার্কিন ডলার অপরিশোধিত কর দিতে অ্যাপলকে নির্দেশ দেয় ইউরোপিয়ান কমিশন। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে অবৈধ কর সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করে সংস্থাটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar