ad720-90

ঢাবিতে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব উদ্বোধন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ল্যাবরেটরির আধুনিকায়নের লক্ষ্যে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ‘ডিএনএ সিকোয়েন্সিং এনালাইজার’ নামের বৈজ্ঞানিক গবেষণা যন্ত্র স্থাপন ল্যাব উদ্বোধন করেন।

সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এর পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান এই গবেষণা যন্ত্র সদ্ব্যবহারের মাধ্যমে দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই ল্যাবরেটরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশ উপকৃত হবে। ‘ডিএনএ সিকোয়েন্সিং এনালাইজার’-এর গবেষকরা দেশে ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ অন্যান্য জটিল রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ল্যাব থেকে স্তন ক্যান্সার, থ্যালাসেমিয়া, ফরেনসিক পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।-বাসস





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar