ad720-90

প্লেস্টেশন ৫-এ থাকছে ‘বিশেষ মসলা’


তিন বছরের বেশি সময় ধরে নতুন কোনো প্লেস্টেশন বাজারে আনেনি সনি। ধারণা করা হচ্ছে, নতুন প্লেস্টেশন ৫ বাজারে আসবে আরও অন্তত এক বছর পর।

এরইমধ্যে প্লে স্টেশন ৫ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এবার এটি নিয়ে তথ্য দিয়েছেন এএমডি প্রধান লিসা সু। প্লেস্টেশন ৫-এর জন্য প্রসেসর বানাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

মার্কিন সংবাদ সিএনবিসিকে সু বলেন, “আমরা সনির সঙ্গে যেটা করেছি তা তাদের অ্যাপ্লিকেশনের জন্য দারুন কিছু, তাদের বিশেষ মসলার জন্য।”

“এটা আমাদের জন্য সম্মানের। পরবর্তী প্রজন্মের প্লেস্টেশন নিয়ে যা করা যাবে তা নিয়ে আমরা সত্যি রোমাঞ্চিত,” যোগ করেন সু।

নতুন প্লেস্টেশনে এই ‘বিশেষ মসলা’ কী তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি সু।

প্লেস্টেশন ৫ নিয়ে এর আগেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভিআর, ৮কে সমর্থন এবং টাচস্ক্রিন কন্ট্রোলার আনা হবে নতুন কনসোলের সঙ্গে।

বরাবরের মতো এবারও নতুন কনসোল নিয়ে কোনো কিছুই জানায়নি সনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar