ad720-90

ফেসিয়াল রিকগনিশন চায় না স্যান ফ্রান্সিসকো


এই প্রস্তাব অনুমোদন দিতে ভোট দিয়েছেন শহরের বোর্ড সুপারভাইজররা, যা এক মাসের মধ্যে কার্যকর হবে। নিষেধাজ্ঞা কার্যকর হলে আইন প্রয়োগকারী সংস্থাসহ শহরের অন্যান্য সংস্থাগুলো ফেসিয়াল রিকগনিশন টুল ব্যবহার করতে পারবে না– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন আইনের আওতায় নজরাদারি প্রযুক্তি ব্যবহারের জন্য বোর্ডের অনুমোদন নিতে হবে শহরের সংস্থাগুলোকে। এছাড়া ইতোমধ্যেই যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেগুলোর নিরীক্ষণ করাতে হবে।

‘স্টপ সিক্রেট সার্ভেইলেন্স অর্ডিনেন্স’ নামের এই পরিকল্পনার প্রস্তাবক সুপারভাইজর অ্যারন পেসকিন। ভোটের আগে এক বিবৃতিতে পেসকিন বলেন, “এটা এমন একটা অধ্যাদেশ যেখানে নজরাদারি প্রযুক্তিকে দায় দেওয়া হচ্ছে। এটি প্রযুক্তিবিরোধী কোনো নীতি নয়।”

পেসকিন আরও বলেন, শহরের নিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার ব্যবহার করা অনেক টুল এখনও জরুরি। তবে ফেসিয়াল রিকগনিশন “অত্যন্ত বিপজ্জনক এবং পীড়াদায়ক” বলেও উল্লেখ করেছেন তিনি।

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে অনেক বিতর্কের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রযুক্তির ব্যবহারে নাগরিক স্বাধীনতা ব্যাহত হয় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar