ad720-90

গেম খেলার ল্যাপটপ


কম্পিউটারে গেম খেলা এখন শুধু বিনোদনের উপলক্ষ নয়; রুজি-রোজগারের পন্থাও বটে। সারা পৃথিবীতেই রয়েছে কম্পিউটার গেমারদের আলাদা চাহিদা। যেখানে-সেখানে গেম খেলার জন্য প্রয়োজন গেমিং ল্যাপটপ। দেশের বাজারে সাশ্রয়ী মূল্যের গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে এসার। ল্যাপটপটির মডেল এসার নাইট্রো ফাইভ। বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস।

বড় পর্দায় গেম খেলার মজাই আলাদা। স্বাচ্ছন্দ্যে গেম খেলার জন্য ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি পর্দা। বাধামুক্ত গেম খেলার অভিজ্ঞতার জন্য প্রয়োজন ভালো প্রসেসিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর, র‌্যাম ও গ্রাফিকস কার্ড। নাইট্রো ফাইভে অষ্টম প্রজন্মের চার কোরবিশিষ্ট কোরআই ৫-৮৩০০ এইচ প্রসেসর, ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম এবং এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিকস কার্ড রয়েছে।

ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। গতি আরও বাড়িয়ে নিতে চাইলে এতে ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত এসএসডি হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। গেম খেলার সময় শব্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে ডলবি প্রযুক্তির অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাধারণত গেমিং ল্যাপটপগুলোর ওজন বেশি হয়ে থাকে। এই ল্যাপটপের ওজন ২ কেজি ৭০০ গ্রাম।

ল্যাপটপটি সম্পর্কে এসারের পণ্য ব্যবস্থাপক ফাহিম নাসির বলেন, ‘গেমিং ল্যাপটপে এসারের নাইট্রো সিরিজ গেমারদের মন জয় করতে সক্ষম হয়েছে। নাইট্রো ফাইভের অন্যতম বৈশিষ্ট্য হলো কুলিং ফ্যান টেকনোলজি। যা দ্রুত তাপ শোষণ করতে পারে।’

এসার নাইট্রো ফাইভ ল্যাপটপটির মূল্য ৭৮ হাজার টাকা। অতিরিক্ত ১২৮ জিবি এসএসডি সংস্করণ নিতে চাইলে অতিরিক্ত তিন হাজার টাকা গুনতে হবে। এ ছাড়া কোরআই সেভেন প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপের মূল্য ৯৫ হাজার টাকা। দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্মার্ট টেকনোলজিস।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar