ad720-90

বাস, ট্রেনে ভিড়ের তথ্য জানাবে গুগল


আগের যাত্রাগুলোর তথ্য জোগাড় করে যাত্রীদেরকে ভিড়ের কথা জানানো হবে। কয়েক মাস ধরে গুগল ম্যাপস ব্যবহারকারীদেরকে বাড়তি তথ্য দেওয়ার কথা বলে আসছে গুগল। কোনো যাত্রা শেষ করার পর যাত্রীদেরকে চারটি অপশন দেওয়া হচ্ছে, যানবাহনে অনেক আসন খালি আছে, অল্প কিছু আসন খালি আছে, দাঁড়ানোর জায়গা আছে শুধু, সামান্য দাঁড়ানোর জায়গা আছে এমন।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই যথেষ্ট ডেটা সংগ্রহ হওয়ায় ফিচারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। বৃহস্পতিবার বিশ্বজুড়ে ২০০টি শহরে চালু হয়েছে এই ফিচার।

এর পাশাপাশি লাইভ ট্রাফিক বিলম্বও দেখা যাবে গুগল ম্যাপস-এ। এই ফিচারের মাধ্যমে বাস আসতে দেরি হবে কিনা, কতো দেরি হতে পারে এমন তথ্যগুলো পাওয়া যাবে। এমনকি রাস্তার কোন জায়গায় বিলম্ব হচ্ছে তাও জানা যাবে এই ফিচারের মাধ্যমে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar