ad720-90

উইন্ডোজের আইকনিক গেইমগুলো সরাচ্ছে মাইক্রোসফট


চলতি বছর অক্টোবরে
চালু হতে পারে মাইক্রোসফটের এক্সক্লাউড এক্সবক্স স্ট্রিমিং সেবা। পুরানো ইন্টারনেট
গেইমগুলো বাদ দিয়ে এবার এই প্ল্যাটফর্মের জন্য গেইম বানানোতে মনযোগ দেবে প্রতিষ্ঠানটি–
খবর আইএএনএস-এর।

মাইক্রোসফট
এজেন্ট ও উইন্ডোজ গেইমিং টিমের মডারেটর এম হ্যামার এক ব্লগ পোস্টে বলেন, “উইন্ডোজ এক্সপি
এবং এমই-তে মাইক্রোসফট ইন্টারনেট গেইমস সেবা শেষ হবে ২০১৯ সালের ৩১ জুলাই, আর উইন্ডোজ
৭-এ এই সেবা বন্ধ হবে ২০২০ সালের ২০ জানুয়ারি।”

মাইক্রোসফটের
এমন পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারে অংশীদার প্রতিষ্ঠানগুলোর
সঙ্গে কাজ করতে লোকবলকে আরও নতুন প্রযুক্তিতে কাজে লাগাতে চাচ্ছে তারা।

“এই অধ্যায়কে
পেছনে ফেলে আসার জন্য আমরা দুঃখিত, আকর্ষণীয় এবং দারুন সব গেইমিং অভিজ্ঞতা আনতে আমরা
কাজ করে যাবো। আমরা আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মাইক্রোসফটের অসাধারণ
গেইমের কমিউনিটিতে যোগ দেবেন।”

অক্টোবরে এক্সক্লাউড
এক্সবক্স স্ট্রিমিং সেবা চালু হলে গ্রাহককে এক্সবক্স ওয়ান লাইব্রেরির ৩৫০০টি গেইম খেলার
সুযোগ দেবে। এছাড়া ফোন ও ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর জন্য আরও ১৯০০টি গেইম বানানো হচ্ছে
বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar