ad720-90

তিন দিনে ১৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস


আগের বছর অক্টোবরে ৩.৩ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন বেজোস। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যমতে চলতি বছর এবারই প্রথম শেয়ার বিক্রি করলেন তিনি। এবারে ২৯ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নয় লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন তিনি– খবর সিএনবিসি’র।

এই সময়ে প্রতি শেয়ারের মূল্য ছিলো প্রায় ১৯০০ ডলার। নয় লাখের বেশি শেয়ার বিক্রির পরও অ্যামাজন প্রধানের দখলে রয়েছে প্রতিষ্ঠানের ৫.৮১ কোটি শেয়ার।

ডলার মূল্যের দিক থেকে এতো কম সময়ে এবারই সবচেয়ে বেশি দামের শেয়ার বিক্রি করেছেন বেজোস।

২০১৭ সালেই অ্যামাজন প্রধান ঘোষণা দিয়েছিলেন যে, তার মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনে বিনিয়োগ করতে প্রতি বছর একশ’ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করা হবে। এছাড়া গৃহহীন পরিবারকে সাহায্য এবং প্রাথমিক বিদ্যালয় বানাতে সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে ২০১৮ সালে ‘ডে ওয়ান ফান্ড’ নামে ২০০ কোটি মার্কিন ডলারের একটি সংস্থা শুরু করেছেন তিনি।

শেয়ার বিক্রির ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যামাজন। ফোর্বস-এর ধারণামতে শেয়ার বিক্রির পরও বেজোসের সম্পদের মূল্য ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar