ad720-90

ট্রেনের চাকায় চলছে ট্রাক!


লাস্টনিউজবিডি, ৮ আগস্ট: ট্রেন লাইনে চলছে মালবাহি ট্রাক! অদ্ভূদ শোনালেও এমনটি ঘটেছে পাবনায় নবনির্মিত রেললাইনের উপরে। আর তার একটি ছবি-ই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

স্থলপথের যান ট্রাক সাধারনত বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের ব্যবহৃত হয়। তবে এবার স্থলপথের এই ট্রাকেই ট্রেনের চাকা জুড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: মাসজুড়ে কথা বলুন মাত্র ১৫০ টাকায়

জানা গেছে, পাবনা থেকে ঢালারচর পর্যন্ত নবনির্মিত রেললাইন দিয়ে মালামাল পরিবহনের জন্য এই অদ্ভুত ট্রাক ট্রেনটি তৈরি করা হয়েছে। রেল লাইনের স্লিপার, ক্লিপ ও অন্যান্য যন্ত্রপাতি দ্রুততার সাথে পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়।

যদিও ভারতে অনেক আগে থেকেই এই পদ্ধতি ব্যাবহার করে আসছিলেন্। তবে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এটির ব্যবহার শুরু হয়েছে। আর এমন ব্যাতিক্রমি কাজের জন্য নেট দুনিয়ায় বেশ প্রশাংসা পাচ্ছেন এই উদ্যোগ।

লাস্টনিউজবিডি/সাজু

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar