ad720-90

৬৪ মেগাপিক্সেল ফোন ক্যামেরা দেখালো শিয়াওমি


এই প্রযুক্তির জন্য ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের জিডাব্লিউ১ ৬৪ মেগাপিক্সেল সেন্সর। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এই ক্যামেরাযুক্ত রেডমি স্মার্টফোন বাজারে আনা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

শিয়াওমি’র এক বিবৃতিতে বলা হয়, “ডুয়াল কনভার্শন গেইন (ডিসিজি) সমর্থনে স্মার্ট আইএসও ফিচার রয়েছে জিডাব্লিউ১ সেন্সরে। আলোর অবস্থা বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি তোলার জন্য উপযুক্ত আইএসও বেছে নেয় এই প্রযুক্তি।”

“বেশি আলোর পরিবেশে কম আইএসও এবং অন্ধকার পরিবেশে বেশি আইএসও ঠিক করে এই প্রযুক্তি।”

জিডাব্লিউ১ সেন্সরে আইএসওসেল প্লাস প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে পিক্সেল-টু-পিক্সেল বাধা তৈরি করা হয়, ফলে পাশাপাশি পিক্সেলের মধ্যে আলোর সঞ্চালন কমানো যায় এবং এর ফলে ছবিতে রং উন্নত করা যায়।

৯২৪৮ বাই ৬৯৩৬ রেজুলিউশানের ৬৪ মেগাপিক্সেল ছবি তুলতে পারে সেন্সরটি। হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর জন্য রিয়েল-টাইম হার্ডওয়্যার সমর্থন রয়েছে এতে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar