ad720-90

২০২০ সালে আসবে নতুন নকশার আইফোন: কুয়ো


নথিতে ২০২০ সালের আইফোন মডেলগুলোর মূল তিনটি ফিচারের কথাও উল্লেখ করেছেন কুয়ো, “নতুন নকশা, ৫জি সমর্থন এবং ক্যামেরা ফাংশন আপগ্রেড।”

এই পরিবর্তনগুলোর কারণে আগের বছরের চেয়ে অ্যাপলের আইফোন বিক্রির হার বৃদ্ধিতে সহায়তা করবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

১০ সেপ্টেম্বর এ বছরের আইফোন লাইনআপ উন্মোচন করতে পারে অ্যাপল। কুয়োর নথি থেকে ধারণা করা হচ্ছে এবছরের আইফোন নকশায় আগের চেয়ে খুব বেশি ভিন্নতা দেখা যাবে না।

অন্যদিকে ২০২০ সালের আইফোনের পেছনে টাইম অফ ফ্লাইট (টিওএফ) ৩ডি সেন্সিং ক্যামেরা ব্যবস্থা আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

এর পাশাপাশি ডিভাইসগুলোতে রাখা হতে পারে ভার্টিকল-ক্যাভিটি সারফেইস-এমিটিং লেজার (ভিসিএসইএল) প্রযুক্তি যোগ করা হতে পারে ২০২০ সালের ক্যামেরায়।

অ্যাপলের ট্রুডেপথ ক্যামেরার একটি গুরুত্বপূর্ণ ফিচার ভিসিএসইএল। ফেইস আইডি, অ্যানিমোজি এবং পোর্টরেইট মোডের জন্যও কাজে লাগে ভিসিএসইএল।

সামনের বছর বিশেষভাবে ভারত এবং চীনের বাজারের জন্য সস্তা আইফোন এসই উন্মোচন করতে পারে অ্যাপল। ২০১৬ সালে বাজারে আনা ৩৯৯ ডলারের আইফোন এসই-এর পর এটিই হবে অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar