ad720-90

পিক্সেল ৪-এর ছবি ফাঁস


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ছবিতে পাওয়া বিস্তারিত তথ্যে দেখা গেছে ডিভাইসটির পেছনে মূল ক্যামেরায় কিছুটা বড় অ্যাপারচার থাকবে। পিক্সেল ৩-এর এফ/১.৮ অ্যাপারেচার থেকে পিক্সেল ৪-এর অ্যাপারেচার করা হয়েছে এফ/১.৭৩। আর এই ক্যামেরা দিয়ে ১৬:৯ অনুপাতের ছবি তোলা যাবে, তবে মূল সেন্সর থাকছে আগের মতোই ৪:৩।

ছবিগুলো নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি গুগল।

ধারণা করা হচ্ছে অক্টোবরেই নতুন পিক্সেল ৪ এবং ৪ এক্সএল উন্মোচন করবে গুগল।

নতুন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর হয়তো দেখা যাবে না ডিভাইসটিতে।

ডিভাইসটিতে নতুন মোশন মোড, নাইট সাইট এবং ৮এক্স জুম ফিচার রাখা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গতিশীল কোনো বস্তুর উচ্চমানের অ্যাকশন ছবি তুলবে নতুন মোশন মোড। ছবির ব্যাকগ্রাউন্ড ঘোলাটে করে দেওয়া যাবে। আর রাতে কম আলোতে ভালো মানের ছবি তুলবে নাইট সাইট ফিচার।

৮এক্স জুমের ক্ষেত্রে শুধু অপটিকাল জুম নাকি ডিজিটাল ও অপটিকাল জুম একসঙ্গে কাজে লাগানো হবে তা অবশ্য স্পষ্টভাবে বলা হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar