ad720-90

আইফোনে হোম বাটন ফেরত চান ট্রাম্প!


হোম বাটনসহ আইফোনগুলোই বেশি পছন্দ মার্কিন প্রেসিডেন্টের। এ কারণে অ্যাপল প্রধান টিম কুককে উদ্দেশ্য করে একটি টুইটও করেছেন ট্রাম্প– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ধারণা করা হচ্ছে সম্প্রতি আইফোন আপগ্রেড করেছেন ট্রাম্প। আইফোন Xএস, আইফোন Xআর বা আইফোন ১১ কোনোটিতেই নেই হোম বাটন। অনুমান করা যেতে পারে, এই মডেলগুলোর কোনো একটিই হয়তো ব্যবহার করছেন তিনি।

২০১৭ সালে প্রথম এজ-টু-এজ নকশার কারণে আইফোন X থেকে বাদ দেওয়া হোম বাটন। হোম বাটন সর্বশেষ দেখা গেছে আইফোন ছিল ৮-এ।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কুকের উদ্দেশ্যে: সোয়াইপের চেয়ে আইফোনে বাটন অনেক বেশি ভালো ছিলো।”

২০১৭ সালের মার্চ মাসে জানা যায় অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন ব্যবহার করা শুরু করেছেন ট্রাম্প। তবে কোন আইফোন ব্যবহার করছেন তা বলা হয়নি। সে সময় আইফোন X বাজারে না আসায় বাটনসহ কোনো আইফোনই তিনি ব্যবহার করছিলেন বলে ধারণা করা হয়।

সামনের বছর আইফোন ৮-এর মতো দেখতে আইফোন এসই২ উন্মোচন করতে পারে অ্যাপল। সেক্ষেত্রে বাটনসহ এই আইফোনটির দিকে আগ্রহী হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar