ad720-90

নথি ফাঁস: ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ


ওই নথির বরাতে জানা গেছে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আদতে কী পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। ডুয়াল স্ক্রিন ডিভাইসের পাশাপাশি ল্যাপটপের জন্যও নতুন ওই অপারেটিং সিস্টেমটি নিয়ে আসতে চাচ্ছে মাইক্রোসফট– খবর ভার্জের।

নিজেদের নির্মিত ডুয়াল স্ক্রিন ডিভাইস সারফেস নিও-এর অপারেটিং সিস্টেম হিসেবে নতুন উইন্ডোজ ১০X আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। নতুন এ ওএসটির স্টার্ট মেনু ও টাস্কবারের ডিজাইনও নতুন বলে জানায় মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘সারফেস নিও-এর মতো অন্যান্য ডুয়াল স্ক্রিন ডিভাইসেও চালানো সম্ভব হবে নতুন ওই অপারেটিং সিস্টেমটি।’

কিন্তু ফাঁস হওয়া নথি বলছে, শুধু ডুয়াল স্ক্রিনের জন্য নয়, ল্যাপটপের জন্যও উইন্ডোজ ১০X আনতে আগ্রহী মাইক্রোসফট। এ বিষয়ে নথিতে লেখা রয়েছে, ‘ক্ল্যামশেল ও ফোল্ডেবল, দুই ধরনের হার্ডওয়্যারের জন্যেই টাস্কবারের ডিজাইনটিকে ‘বেজ মডেল’ হিসেবে ধরা হবে এবং কিছু ‘লিভার’ যোগ করা হবে। এতে করে ওই লিভারগুলোর সাহায্যে চাইলে মডেলে কিছু বিকল্পও তৈরি করা সম্ভব হবে।’

নথিটিতে উইন্ডোজ ১০X-এর স্টার্ট মেনুর ডিজাইন নিয়েও আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, উইন্ডোজ ১০X স্টার্ট মেনুর শুধু ডিজাইন নয়, নামও বদলে দিয়েছে মাইক্রোসফট। নতুন ডিজাইনে স্টার্ট মেনুর নাম দেওয়া হয়েছে ‘লঞ্চার’। নথিতে মাইক্রোসফট বলছে, আগের চেয়েও ভালোভাবে ‘সার্চ’ করতে পারবে ‘লঞ্চার’। লঞ্চার প্রসঙ্গে লেখা রয়েছে, ‘সার্চ অপশনকে ওয়েব ফলাফল, অ্যাপ এবং ডিভাইসের নির্দিষ্ট কিছু ফাইলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ ব্যবহার করা অ্যাপ, ফাইল ও ওয়েবসাইটের ভিত্তিতে ‘রেকমেন্ডেড কনটেন্ট’ আপডেট হবে।’

এগুলো বাদেও উইন্ডোজ ১০X-এ উন্নত ফেসিয়াল রিকগনিশন থাকবে বলেও লেখা রয়েছে নথিতে। নথি বলছে, ‘ওয়েক মোডে আসলেই তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে চিনতে পারবে উইন্ডোজ হ্যালো ফেইস এবং চেনার পরপরই দ্রুত তাকে পৌঁছে দেবে ডেস্কটপে।’ উল্লেখ্য, উইন্ডোজ ১০-এ ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের জন্য প্রথমে লক অপশনের ধাপটি পার হতে হয় ব্যবহারকারীকে।  

ওই নথির বরাতে আরও জানা গেছে, উইন্ডোজ ১০X-এ আরও উন্নত ‘মডার্ন ফাইল এক্সপ্লোরার’ এবং আরও সহজ অ্যাকশন সেন্টারের দেখা মিলবে। মাইক্রোসফট বেশ অনেকদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছে ভার্জ।

২০২০ সালে বাজারে আসার কথা রয়েছে মাইক্রোসফটের নির্মিত নতুন ডিভাইস ‘সারফেস নিও’র। সে সময়ই দেখা মিলবে নতুন এই অপারেটিং সিস্টেমটির।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar