ad720-90

ছাদের জন্য এলো তৃতীয় প্রজন্মের টেসলা সোলার প্যানেল


মাস্ক বলেন, তৃতীয় প্রজন্মের এই বিদ্যুৎ উৎপাদক প্যানেলটি আগের চেয়ে দামে সস্তা হবে এবং সহজে ও দ্রুত ইনস্টল করা যাবে– খবর আইএএনএস-এর।

এর ভবিষ্যত জনপ্রিয়তাকে মাস্ক তুলনা করেন স্টেরয়েডের প্রভাবে সামুদ্রিক উদ্ভিদ কেল্পের বৃদ্ধির সঙ্গে।

তৃতীয় সংস্করণের সোলার রুফ টাইলসে শক্তির ঘনত্ব বাড়ানোর পাশাপাশি এতে যন্ত্রাংশের পরিমাণ প্রায় অর্ধেক কমানো হয়েছে। ফলে দ্বিতীয় প্রজন্মের চেয়ে এই টাইলসের খরচ অনেকটাই কমেছে।

ধারণা করা হচ্ছে, নতুন সোলার টাইল দিয়ে দুই হাজার বর্গফুটের ছাদ ঢাকতে খরচ পড়বে ৩৩৯৫০ মার্কিন ডলার। এর সঙ্গে দেওয়া হচ্ছে ২৫ বছরের ওয়্যারেন্টি সেবা।

প্রাথমিকভাবে টেসলা নিজেই টাইলগুলো বাড়ির ছাদে ইনস্টল করে দেবে। পুরো কাজটি মাত্র আট ঘন্টায় শেষ করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

মাস্ক আরও বলেন, নতুন ছাদ এবং আলাদাভাবে ছাদে লাগানো সৌর ব্যবস্থার চেয়ে সস্তা হবে টেসলার নতুন সোলার রুফ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar