ad720-90

ফেইসবুক হ্যাক রুখতে “টু ফ্যাক্টর অথেনটিকেশন”


ফেইসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নির্ধারণ করার জন্য এতদিন বলা হত যত শক্তিশালী বা জটিল বর্ণ, ডিজিট দিয়ে করা যায় ততই নিরাপদ। কিন্তু সে ধারণা এখন পাল্টে গেছে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এমন অনেক সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে পাসওয়ার্ড ভেঙ্গে ফেলা সম্ভব। সেজন্য দুই ধাপে পাসওয়ার্ড ভেরিফাই করা যায় এমন ব্যবস্থার মধ্যে আসতে হবে। যেমন  টু ফ্যাক্টর ফিচার ব্যবহার করলে সেটা ফেইসবুক একাউন্টকে নিরাপদ করবে।

তাহলে জেনে নেয়া যাক টু ফ্যাক্ট অথেনটিকেশন কিভাবে করতে হয়-

১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
২. সেটিংস অপশনে যান।
৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।
৪. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ ইন উইথ ইওর প্রোফাইল পিকচার অপশন দেখতে পাবেন। তার নিচেই আছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন।

৫. এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।

৬. টেক্সট মেসেজ অপশনে ক্লিক করার পর ছয় ডিজিটের একটি কোড আসবে আপনার রেজিস্টার্ড ফোন নম্বর আইডিতে ভেরিফিকেশনের জন্য ওই কোড নম্বর ব্যবহার করতে হবে।

৭. আপনার ফোনে যে কোডটি আসবে সেটি নির্দিষ্ট স্থানে ব্যবহার করলেই কাজ শেষ।

৮. এরপরই একটি কনফারমেশন মেসেজ আসবে- টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হয়েছে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar